Dhaka ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ফোর মার্ডার মামলার আসামি চরমপন্থী নেতা সেলিম অস্ত্রগুলিসহ গ্রেফতার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • / 422

স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর চাঞ্চল্যকর ফোর মার্ডার মামলার চার্জশীটভুক্ত আসামি চরমপন্থী নেতা সেলিম প্রামাণিককে একটি  বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে একই রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের আক্কাছ প্রামাণিকের ছেলে। সেলিম নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টি এমবিআরএম এর আঞ্চলিক কমান্ডার এবং সংগঠনটির নেতৃত্বদানকারী রাশেদ ও সাইদুলের ঘনিষ্ঠ বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, বুধবার রাত ৮টার দিকে রাজবাড়ী শহরের ১ নং রেলগেট এলাকা থেকে সেলিমকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তী অনুযায়ী দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার উড়াকান্দা বাজারে তার নিজ দোকানের মধ্যে একটি বিস্কুটের কার্টনে কাগজ দিয়ে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
রাজবাড়ী সদর থানার ওসি আবুল বাশার মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। ২০০৯ সালে উড়াকান্দা বাজারে সংঘটিত ফোর মার্ডার মামলার সে এজাহারভুক্ত ও চার্জশীটভুক্ত আসামি। তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়াও জেলা পুলিশের বিশেষ শাখার তালিকাভুক্ত সন্ত্রাসী সে। এব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের পর সেলিমকে আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ফোর মার্ডার মামলার আসামি চরমপন্থী নেতা সেলিম অস্ত্রগুলিসহ গ্রেফতার

প্রকাশের সময় : ০৭:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭

স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর চাঞ্চল্যকর ফোর মার্ডার মামলার চার্জশীটভুক্ত আসামি চরমপন্থী নেতা সেলিম প্রামাণিককে একটি  বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে একই রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের আক্কাছ প্রামাণিকের ছেলে। সেলিম নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টি এমবিআরএম এর আঞ্চলিক কমান্ডার এবং সংগঠনটির নেতৃত্বদানকারী রাশেদ ও সাইদুলের ঘনিষ্ঠ বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, বুধবার রাত ৮টার দিকে রাজবাড়ী শহরের ১ নং রেলগেট এলাকা থেকে সেলিমকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তী অনুযায়ী দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার উড়াকান্দা বাজারে তার নিজ দোকানের মধ্যে একটি বিস্কুটের কার্টনে কাগজ দিয়ে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
রাজবাড়ী সদর থানার ওসি আবুল বাশার মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। ২০০৯ সালে উড়াকান্দা বাজারে সংঘটিত ফোর মার্ডার মামলার সে এজাহারভুক্ত ও চার্জশীটভুক্ত আসামি। তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়াও জেলা পুলিশের বিশেষ শাখার তালিকাভুক্ত সন্ত্রাসী সে। এব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের পর সেলিমকে আদালতে চালান করা হয়েছে।