বিচার যেন বিগত দিনের মতো না হয় : ফারুক
- প্রকাশের সময় : ০৬:৩০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / ১০২৩ জন সংবাদটি পড়েছেন
দুদকের মামলা থেকে খালাস পেয়ে সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, খালাস উৎসর্গ করলাম ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা গণতান্ত্রিক অধিকার ফেরত দিয়েছে তাদের। দেশের বিচার বিভাগ স্বাধীন থাকুক। যে দলের হোক, যে মতের হোক বিচার বিভাগ যেন সত্যিকার অর্থে স্বাধীন থাকুক। বিচার করার সাহসিকতা আজ দেখেছি। বিগত দিনের মতো যেন আর বিচার না হয়।
মঙ্গলবার সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বিএনপির চেয়ারপার্সনের এই উপদেষ্টাকে খালাস দিয়েছেন ঢাকার বিভাগীয় বিশেষ জজ এসএম জিয়াউর রহমানের আদালত। মামলা থেকে খালাস পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মধ্যদিয়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হলো, তারই পরিপ্রেক্ষিতে আজ স্বাধীন রায়। বিচার বিভাগ এখন স্বাধীন। বিচারকদের এখন আর কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না। বিপ্লবী ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি আজকের রায়ে তা প্রমাণিত হলো।