Dhaka ১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • / ১০৩৬ জন সংবাদটি পড়েছেন

 রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর বাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। সোমবার রাতে রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের  ঘটনা ঘটে। আহতরা হলেন আব্দুল মান্নান প্রামাণিক, দুলাল উদ্দিন শেখ, মো. নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, মো. রফিক, মো. হাসেম শেখ, রবিউল ইসলাম খান, রাকিবুল ইসলাম, আব্দুল লতিফ ও হাসিদুল ইসলাম। তাদের মধ্যে চারজনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের বাড়ি হাবাসপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, পাংশায় দীর্ঘদিন ধরে বিএনপি দুটি ধারায় বিভক্ত। সোমবার রাতে হারুন অর রশীদের সমর্থকরা হাবাসপুর বাজারে অবস্থিত পার্টির ইউনিয়ন কার্যালয়ে অবস্থান করছিল। ওই সময় নাসিরুল হক সাবুর সর্থকরা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খানের নেতৃত্বে মিছিল নিয়ে হাবাসপুর বাজার অতিক্রম করার সময় দুপক্ষের সংঘর্ষ হয়।

হারুন অর রশীদ গ্রæপের সমর্থক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামানিক জানান, তারা ইউনিয়ন কার্যালয়ে অবস্থান করাকালীন লতিফ খানের নেতৃত্বে মিছিল নিয়ে তাদের উপর হামলা করে। এতে তিনিসহ তাদের পক্ষের সাতজন আহত হয়।

নাসিরুল হক সাবুর সমর্থক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ খান জানান, পাংশায় বিএনপির দুটি গ্রæপ। তারা নাসিরুল হক সাবুর পক্ষের সমর্থক। সাবু গ্রæপের উদ্যোগে আগামী শনিবার চরআফড়ায় একটি মিটিং হবে। সেই মিটিং উপলক্ষে একটি মিছিল বের করেছিলাম। মিছিলে ¯েøাগান ছিল ‘শনিবারের জনসভায় যোগ দিন যোগ দিন’। হারুন গ্রæপের লোকজন অতর্কিতে তাদের উপর হামলা করে মিছিল পন্ড করে দেয়। এতে তিনিসহ তিনজন আহত হন।

পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সংঘর্ষের ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রকাশের সময় : ০৫:৪৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

 রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর বাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। সোমবার রাতে রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের  ঘটনা ঘটে। আহতরা হলেন আব্দুল মান্নান প্রামাণিক, দুলাল উদ্দিন শেখ, মো. নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, মো. রফিক, মো. হাসেম শেখ, রবিউল ইসলাম খান, রাকিবুল ইসলাম, আব্দুল লতিফ ও হাসিদুল ইসলাম। তাদের মধ্যে চারজনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের বাড়ি হাবাসপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, পাংশায় দীর্ঘদিন ধরে বিএনপি দুটি ধারায় বিভক্ত। সোমবার রাতে হারুন অর রশীদের সমর্থকরা হাবাসপুর বাজারে অবস্থিত পার্টির ইউনিয়ন কার্যালয়ে অবস্থান করছিল। ওই সময় নাসিরুল হক সাবুর সর্থকরা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খানের নেতৃত্বে মিছিল নিয়ে হাবাসপুর বাজার অতিক্রম করার সময় দুপক্ষের সংঘর্ষ হয়।

হারুন অর রশীদ গ্রæপের সমর্থক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামানিক জানান, তারা ইউনিয়ন কার্যালয়ে অবস্থান করাকালীন লতিফ খানের নেতৃত্বে মিছিল নিয়ে তাদের উপর হামলা করে। এতে তিনিসহ তাদের পক্ষের সাতজন আহত হয়।

নাসিরুল হক সাবুর সমর্থক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ খান জানান, পাংশায় বিএনপির দুটি গ্রæপ। তারা নাসিরুল হক সাবুর পক্ষের সমর্থক। সাবু গ্রæপের উদ্যোগে আগামী শনিবার চরআফড়ায় একটি মিটিং হবে। সেই মিটিং উপলক্ষে একটি মিছিল বের করেছিলাম। মিছিলে ¯েøাগান ছিল ‘শনিবারের জনসভায় যোগ দিন যোগ দিন’। হারুন গ্রæপের লোকজন অতর্কিতে তাদের উপর হামলা করে মিছিল পন্ড করে দেয়। এতে তিনিসহ তিনজন আহত হন।

পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সংঘর্ষের ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।