Dhaka ০২:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গ্রাম পুলিশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ৫ জন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১১:১২ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
  • / ১১১৩ জন সংবাদটি পড়েছেন

গ্রাম পুলিশ মনিরুল ইসলামকে গুলি করে আহত করার ঘটনায় ‘বিকাশ বাহিনী’র পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজবাড়ীর পাংশা, গোয়ালন্দ ও কুষ্টিয়ার খোকসা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো কুষ্টিয়ার খোকসা উপজেলার বিহারিয়া শেখপাড়া গ্রামের বকুল মন্ডলের ছেলে সাব্বির মন্ডল, পাংশা উপজেলার দক্ষিণ খোর্দ্দবসা গ্রামের ওমর আলী মোল্লার ছেলে জীবন মোল্লা, চর কলিমহর গ্রামের আজিজ মন্ডলের ছেলে সোহেল মন্ডল, মজিবর রহমান মোজাম্মেলের ছেলে মো. সোহেল  এবং আবু কালাম মোল্লার ছেলে  তালেব মোল্লা।

পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গত ১ জুন তারিখ রাতে একদল দুর্বৃত্ত কলিমহর ্ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের গ্রাম পুলিশ মনিরুল ইসলামকে গুলি করে আহত করে। এ ঘটনায় ৪ জুন তারিখে পাংশা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ তদন্ত করে জানতে পারে বিকাশ ভারতে বসে তার বাহিনীর লোকদের দিয়ে এলাকায় চাঁদাবাজি করছে। ‘বিকাশ বাহিনী’র সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে। অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। গ্রেপ্তার আসামিদের মধ্যে সাব্বিরের বিরুদ্ধে অস্ত্রসহ চারটি এবং জীবনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চুরি মামলা রয়েছে। রোববার আসামিদের আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গ্রাম পুলিশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ৫ জন

প্রকাশের সময় : ০৬:১১:১২ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪

গ্রাম পুলিশ মনিরুল ইসলামকে গুলি করে আহত করার ঘটনায় ‘বিকাশ বাহিনী’র পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজবাড়ীর পাংশা, গোয়ালন্দ ও কুষ্টিয়ার খোকসা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো কুষ্টিয়ার খোকসা উপজেলার বিহারিয়া শেখপাড়া গ্রামের বকুল মন্ডলের ছেলে সাব্বির মন্ডল, পাংশা উপজেলার দক্ষিণ খোর্দ্দবসা গ্রামের ওমর আলী মোল্লার ছেলে জীবন মোল্লা, চর কলিমহর গ্রামের আজিজ মন্ডলের ছেলে সোহেল মন্ডল, মজিবর রহমান মোজাম্মেলের ছেলে মো. সোহেল  এবং আবু কালাম মোল্লার ছেলে  তালেব মোল্লা।

পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গত ১ জুন তারিখ রাতে একদল দুর্বৃত্ত কলিমহর ্ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের গ্রাম পুলিশ মনিরুল ইসলামকে গুলি করে আহত করে। এ ঘটনায় ৪ জুন তারিখে পাংশা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ তদন্ত করে জানতে পারে বিকাশ ভারতে বসে তার বাহিনীর লোকদের দিয়ে এলাকায় চাঁদাবাজি করছে। ‘বিকাশ বাহিনী’র সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে। অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। গ্রেপ্তার আসামিদের মধ্যে সাব্বিরের বিরুদ্ধে অস্ত্রসহ চারটি এবং জীবনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চুরি মামলা রয়েছে। রোববার আসামিদের আদালতে চালান করা হয়েছে।