Dhaka ১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মঞ্জু হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
  • / ১০৭৭ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীতে মঞ্জু শেখ হত্যা মামলায় চার আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।  অপর একটি ধারায় ওই চার আসামীকে সাত বছরের সশ্রম কারাদন্ড ও সাত হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে রাজবাড়ী দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়ার সুলতান মৃধার ছেলে মো. শাহাদাৎ মৃধা, বিল্লাল মোল্লার ছেলে মনোয়ার হোসেন, বাতেন সরদারের ছেলে রিপন সরদার ও আক্কাস শেখের ছেলে কোবাদ শেখ। নিহত মঞ্জু শেখ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রহমান ফরিকের পাড়ার বাবলু শেখের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, মঞ্জু শেখ নিজের মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। ২০১৮ সালের ২৬ অক্টোবর দুপুরে মঞ্জু শেখ মোটরসাইকেল নিয়ে ভাড়ায় যাত্রী পরিবহন করতে বাড়ি থেকে বের হন। ওইদিন রাতে আর বাসায় ফেরেননি। পরদিন ২৭ অক্টোবর ২০২৮ তারিখে সকালে দৌলতদিয়া ইউনিয়নের চরদৌলতদিয়া মাঠে একটি খাল থেকে মঞ্জু শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় মঞ্জু শেখের বাবা বাবলু শেখ বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাত আসামিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে। তারা আদালতে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

রাজবাড়ী আদালতের পিপি অ্যড. উজির আলী বলেন, আদালত ন্যায় বিচার করেছেন। এ রায়ে আমি খুশি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মঞ্জু হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশের সময় : ০৮:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

রাজবাড়ীতে মঞ্জু শেখ হত্যা মামলায় চার আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।  অপর একটি ধারায় ওই চার আসামীকে সাত বছরের সশ্রম কারাদন্ড ও সাত হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে রাজবাড়ী দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়ার সুলতান মৃধার ছেলে মো. শাহাদাৎ মৃধা, বিল্লাল মোল্লার ছেলে মনোয়ার হোসেন, বাতেন সরদারের ছেলে রিপন সরদার ও আক্কাস শেখের ছেলে কোবাদ শেখ। নিহত মঞ্জু শেখ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রহমান ফরিকের পাড়ার বাবলু শেখের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, মঞ্জু শেখ নিজের মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। ২০১৮ সালের ২৬ অক্টোবর দুপুরে মঞ্জু শেখ মোটরসাইকেল নিয়ে ভাড়ায় যাত্রী পরিবহন করতে বাড়ি থেকে বের হন। ওইদিন রাতে আর বাসায় ফেরেননি। পরদিন ২৭ অক্টোবর ২০২৮ তারিখে সকালে দৌলতদিয়া ইউনিয়নের চরদৌলতদিয়া মাঠে একটি খাল থেকে মঞ্জু শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় মঞ্জু শেখের বাবা বাবলু শেখ বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাত আসামিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে। তারা আদালতে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

রাজবাড়ী আদালতের পিপি অ্যড. উজির আলী বলেন, আদালত ন্যায় বিচার করেছেন। এ রায়ে আমি খুশি।