Dhaka ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • / ১০৯৭ জন সংবাদটি পড়েছেন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে ‘সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা: রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস প্রমুখ।
বক্তারা বলেন, বাঙালির গৌরবের দুই শীর্ষবিন্দু কবিগুরু রবীন্দ্রনাথ ও জাতির জনক বঙ্গবন্ধু। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে এক অসামান্য উচ্চতায় নিয়ে গেছেন। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, চিত্রকলা যেখানেই তিনি হাত দিয়েছেন সেখানেই সোনা ফলেছে। অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বাঙালির যে দীর্ঘদিনের রাষ্ট্রসাধনা তার বাস্তব রূপ দিয়েছেন বঙ্গবন্ধু। দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাঙালিকে স্বাধীনতার স্বাদ দিয়েছেন। এই পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন বাঙালি শ্রদ্ধাভরে কবিগুরু রবীন্দ্রনাথ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করবে।
আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশের সময় : ০৭:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে ‘সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা: রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস প্রমুখ।
বক্তারা বলেন, বাঙালির গৌরবের দুই শীর্ষবিন্দু কবিগুরু রবীন্দ্রনাথ ও জাতির জনক বঙ্গবন্ধু। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে এক অসামান্য উচ্চতায় নিয়ে গেছেন। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, চিত্রকলা যেখানেই তিনি হাত দিয়েছেন সেখানেই সোনা ফলেছে। অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বাঙালির যে দীর্ঘদিনের রাষ্ট্রসাধনা তার বাস্তব রূপ দিয়েছেন বঙ্গবন্ধু। দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাঙালিকে স্বাধীনতার স্বাদ দিয়েছেন। এই পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন বাঙালি শ্রদ্ধাভরে কবিগুরু রবীন্দ্রনাথ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করবে।
আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়।