ভোটারদের হুমকি দিয়ে শোকজ খেলেন নির্মল
- প্রকাশের সময় : ০৭:১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ১১২৭ জন সংবাদটি পড়েছেন
ভোটারদের হুমকি দেওয়ায় কালুখালীর আ’লীগ নেতাকে শোকজ ভোটারদের হুমকি দেওয়ায় রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহাকে শোকজ করেছেন নির্বাচন অনুসন্ধান কমিটি। রাজবাড়ী-২ আসন এলাকার নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. শাহিনুর রহমান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে বৃহস্পতিবার তাকে শোকজ করা হয়।
পত্রে উল্লেখ করা হয়েছে, নোটিশে বলা হয়, সংসদীয় আসন নম্বর- ২১০ (রাজবাড়ী-২) এর নির্বাচনী এলাকার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উঠান বৈঠকে আলোচনা সভায় আপনি ‘ভোট দিতে না গেলে তালিকা করে দেখে নেওয়া হবে, ৭ তারিখ ভোট কেন্দ্রে কারা ভোট দিতে গেলেন তাদের তালিকা পোলিং এজেন্ট দিয়ে করা হবে, যারা কেন্দ্রে যাবেন না তাদের ৮ তারিখে দেখব’ বলে বক্তব্য দেন। আপনার ওই মন্তব্য নির্বাচনি আচরণ বিধিমালা ২০০৮ এর বিধির পরিপন্থী। কেন আপনি ওই মন্তব্য করেছেন এবং কেন আপনার উক্তরূপ মন্তব্য নির্বাচনী আচরণ বিধিমালা ২০০৮ এর বর্ণিত বিধির পরিপন্থী হবেনা তা আগামী ৩১ ডিসেম্বর বেলা ১২টার সময়ে স্বশরীরে হাজির হয়ে অত্র কমিটির কার্যালয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো। প্রসঙ্গত, গত সোমবার রাতে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে নৌকা প্রতীকের সমর্থনে উঠান বৈঠকে নির্মল কুমার সাহা বলেন, যারা কেন্দ্রে যাবে না তাদের তালিকা করে রাখা হবে। ৮ তারিখে তাদের দেখা নেওয়া হবে। রাজবাড়ী-২ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। তারা হলেন মো. জিল্লুল হাকিম (নৌকা), নুরে আলম সিদ্দিকী হক (ঈগল), এস এম ফজলুল হক (সোনালী আঁশ), আবদুল মতিন মিয়া (মশাল), আবদুল মালেক মন্ডল (ছড়ি), শফিউল আজম খান (লাঙ্গল)।
সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার মিডিয়া ফোকাল ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহাগ হোসেন জানান, নির্বাচন অনুসন্ধান কমিটি নির্মল কুমার সাহাকে শোকজ করেছে।