রাজবাড়ীতে ওয়ার্কার্স পার্টি নেতা রেজাউল করিম রেজার স্মরণসভা
- প্রকাশের সময় : ০৭:১৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / ১০৯৮ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সাধারণ সম্পাদক ও রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি প্রয়াত রেজাউল করিম রেজার স্মরণসভা জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে মঙ্গলবার বিকেলে রাজবাড়ী রেলগেট মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য সুশান্ত কুমার দাস।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতিশংকর ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আরবান আলী, প্রয়াত রেজার বড় ভাই আবুল কালাম রাজা, জেলা কৃষক সমিতির সভাপতি সলেমান আলী মোল্লা দুলু, সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, শ্রমিক নেতা গোলাম কাদের, কৃষক নেতা মনিরুজ্জামান সালাম প্রমুখ।
বক্তারা বলেন, একজন ত্যাগী, পরীক্ষিত ও পরিচ্ছন্ন নেতা ছিলেন রেজাউল করিম রেজা। তিনি শ্রমজীবী মেহনতি মানুষের জন্য রাজনীতি করতেন। কোনো প্রলোভন তাকে আদর্শচ্যুত করতে পারেনি। আমাদের দুর্ভাগ্য অকালেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।
জাতীয় সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টিকে দুটি আসন দেওয়ায় স্মরণসভার প্রধান অতিথি সুশান্ত কুমার দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, ওয়ার্কার্স পার্টি যদি ছোট দল হয়, তাহলে আওয়ামী লীগও ভবিষ্যতে বড় দল থাকবেনা। তবুও দেশের স্বার্থে নির্বাচনে অংশগ্রহণ করছি। নির্বাচনে কোনো কারচুপি হলে তার দায় দায়িত্ব আমরা নেব না। শ্রমিক-কৃষকের স্বার্থে আমাদের লড়াই করতে হলে করব। তাতে আওয়ামী লীগের বিরোধীতা করতে হলেও করব।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ওয়ার্কার্স পার্টির নেতা অ্যড. রফিকুল ইসলাম ও অ্যড. বিপ্লব রায়।
প্রসঙ্গত, ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ২০২১ সালের ১৯ ডিসেম্বর রেজাউল করিম রেজা মৃত্যুবরণ করেন।