জাতীয় সংসদ নির্বাচন
রাজবাড়ীর দুটি আসনে মনোনয়ন জমা দিলেন ১৬ প্রার্থী
- প্রকাশের সময় : ০৯:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ১১২৮ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর দুটি আসনে মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। দুটি আসনের মধ্যে রাজবাড়ী- ১ আসনে ৯ জন এবং রাজবাড়ী-২ আসনে ৭ জন রয়েছেন।
রাজবাড়ী-১ আসনে প্রার্থীরা হলেন : কাজী কেরামত আলী (আ’লীগ), হাবিবুর রহমান বাচ্চু (জাতীয় পার্টি), আবু বক্কর সিদ্দিকী (জাকের পার্টি), সুলতান (তৃণমূল বিএনপি), ডিএম মজিবর রহমান (তৃণমূল বিএনপি), স্বপন কুমার সরকার (স্বতন্ত্র), আব্দুল মান্নান মুসল্লী (স্বতন্ত্র), আশিশ আকবর সুবির (স্বতন্ত্র), অ্যড. ইমদাদুল হক বিশ^াস (স্বতন্ত্র)।
রাজবাড়ী-২ আসনে প্রার্থীরা হলেন : জিল্লুল হাকিম (আ’লীগ), শফিউল আযম খান (জাতীয় পার্টি), মোহাম্মদ আলী বিশ^াস (জাকের পার্টি), এসএম ফজলুল হক (তৃণমূল বিএনপি), আব্দুল মতিন মিয়া (জাসদ) ও নুরে আলম সিদ্দিকী হক (স্বতন্ত্র)।
রাজবাড়ী-১ আসনে দলীয় ৫ জন এবং স্বতন্ত্র রয়েছেন চারজন। মনোনয়নবঞ্চিত আশিশ আকবর সুবির স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। (তিনি জেলা আওয়মী লীগের সহ সভাপতি আকবর আলী মর্জির ছেলে। প্রার্থী জেলা আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের কোনো পদে নেই)
এছাড়া সাবেক আওয়ামী লীগ নেতা সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ^াস পদত্যাগ করে প্রার্থী হয়েছেন।
রাজবাড়ী- ২ আসনে দলীয় ৬ জন এবং স্বতন্ত্র ১ জন। স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।