প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দিয়েছে টিম রাজবাড়ী
- প্রকাশের সময় : ০৮:৫৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১১৪৯ জন সংবাদটি পড়েছেন
স্কুলে যাওয়া আসার জন্য শারীরিক প্রতিবন্ধী শিশু ওয়ায়দুল্লাহকে(৮) হুইল চেয়ার দেওয়া হয়েছে টিম রাজবাড়ী ফাউন্ডেশনের পক্ষ থেকে। সে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ি গ্রামের সুকজাল মোল্লার ছেলে। শনিবার সকালে সংগঠনের নেতৃবৃন্দ তার বাড়িতে গিয়ে হুইল চেয়ারটি হস্তান্তর করে।
পেশায় কৃষক সুকজাল মোল্লা জানান, তার দুই ছেলে এক মেয়ে। সংসারে কর্মক্ষম বলতে তিনি। বড় ছেলেকে ঢাকায় কাজ শেখাতে পাঠিয়েছেন। মেয়ে সুখী স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ছোট ছেলে ওবায়দুল্লাহ জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। পড়াশোর প্রতি প্রচন্ড ঝোঁক তার। একারণে গোপালবাড়ি উপ আনুষ্ঠানিক বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। বর্তমানে সে দ্বিতীয় শ্রেণির ছাত্র। চলাফেরা করতে না পারায় তিনি অথবা তার মেয়ে কোলে করে স্কুলে নিয়ে যান। হুইল চেয়ারটি পাওয়ায় এখন আর সে কষ্ট করতে হবেনা। প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করলেও এখনও তা পাননি বলে জানান তিনি।
টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সভাপতি জয়ন্ত দাস ও সাধারণ সম্পাদক আহসান হাবীব জানান, তাদের সংগঠনের মানুষের কল্যাণে কাজ করে। ওবায়দুল্লাহর বিষয়টি জানতে পেরে তারা উদ্যোগি হয়ে হুইল চেয়ার দিয়েছেন। হুইল চেয়ার বিতরণকালে স্কুলের শিক্ষক তাসলিমা আক্তার ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বরাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার আশরাফ আলী জানান, শিশু ওবায়দুল্লাহর জন্য প্রতিবন্ধী ভাতার আবেদন জমা দিয়েছেন। কিন্তু এখনও তা কার্যকর হয়নি।