Dhaka ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী নিহত, আহত স্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:১৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১১২৬ জন সংবাদটি পড়েছেন

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের নিমতলা এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেহেদী হাসান (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী হাবিবা বেগম। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মেহেদী যশোর জেলার শার্শা উপজেলার আমলা গ্রামের নজরুল ইসলামের ছেলে। রাজধানী ঢাকার একটি হাফেজি মাদ্রাসার শিক্ষক ছিলেন তিনি।

জানা গেছে, ঢাকা থেকে স্ত্রীকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে যশোরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন তারা। নিমতলা এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এসময় দুজনেই ছিটকে পড়েন। গুরুতর আহতাবস্থায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী হাবিবা একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রাজবাড়ী সদর উপজেলার আহ্লাদীপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এব্যাপারে আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী নিহত, আহত স্ত্রী

প্রকাশের সময় : ০২:১৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের নিমতলা এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেহেদী হাসান (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী হাবিবা বেগম। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মেহেদী যশোর জেলার শার্শা উপজেলার আমলা গ্রামের নজরুল ইসলামের ছেলে। রাজধানী ঢাকার একটি হাফেজি মাদ্রাসার শিক্ষক ছিলেন তিনি।

জানা গেছে, ঢাকা থেকে স্ত্রীকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে যশোরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন তারা। নিমতলা এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এসময় দুজনেই ছিটকে পড়েন। গুরুতর আহতাবস্থায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী হাবিবা একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রাজবাড়ী সদর উপজেলার আহ্লাদীপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এব্যাপারে আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।