Dhaka ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় যুবককে শিকলে বেঁধে নির্যাতন ॥ আটক ৩

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • / ১২৩৪ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥

পাওনা টাকা না পেয়ে মিঠু মোল্লা (৩৩) নামে এক যুবককে তিনদিন ধরে খুঁটির সঙ্গে শিকলে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজবাড়ীর পাংশা পৌরসভার সত্যজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরের দিকে পাংশা থানার পুলিশ ওই যুবককে উদ্ধার ও ঘটনার সাথে  জড়িত তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। নির্যাতনের শিকার যুবক পাবনার সুজানগর উপজেলার কাদুয়া গ্রামের মৃত দিনু মোল্লার ছেলে।

জানা গেছে, ওই যুবক পাংশা পৌর এলাকার শহীদ শেখসহ বেশ কয়েকজনের কাছ থেকে জমিজমা সংক্রান্ত বিষয়ে টাকা নিয়েছিলেন। গত রোববার মিঠু মোল্লা পাংশার হাবাসপুর এলাকায় আসে। এ খবর পেয়ে  শহীদ শেখ সেখান থেকে মিঠুকে ধরে তার বাড়িতে নিয়ে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখেন। মঙ্গলবার পাংশা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে  গিয়ে মিঠুকে শিকলমুক্ত করেন।

উদ্ধার হওয়ার পর মিঠু মোল্লা সাংবাদিকদের বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে তিনি প্রায় চার মাস আগে ১ লাখ ৮০ হাজার টাকা নেন। সেই টাকা দিতে না পারায় তাকে ধরে এনে শিকল দিয়ে বেঁধে রেখেছিল।

পাংশা মডেল থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ শিকলে বাঁধা যুবককে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত শহীদ শেখসহ তিনজনকে আটক করে থানায়  এনেছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় যুবককে শিকলে বেঁধে নির্যাতন ॥ আটক ৩

প্রকাশের সময় : ০৮:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

জনতার আদালত অনলাইন ॥

পাওনা টাকা না পেয়ে মিঠু মোল্লা (৩৩) নামে এক যুবককে তিনদিন ধরে খুঁটির সঙ্গে শিকলে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজবাড়ীর পাংশা পৌরসভার সত্যজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরের দিকে পাংশা থানার পুলিশ ওই যুবককে উদ্ধার ও ঘটনার সাথে  জড়িত তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। নির্যাতনের শিকার যুবক পাবনার সুজানগর উপজেলার কাদুয়া গ্রামের মৃত দিনু মোল্লার ছেলে।

জানা গেছে, ওই যুবক পাংশা পৌর এলাকার শহীদ শেখসহ বেশ কয়েকজনের কাছ থেকে জমিজমা সংক্রান্ত বিষয়ে টাকা নিয়েছিলেন। গত রোববার মিঠু মোল্লা পাংশার হাবাসপুর এলাকায় আসে। এ খবর পেয়ে  শহীদ শেখ সেখান থেকে মিঠুকে ধরে তার বাড়িতে নিয়ে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখেন। মঙ্গলবার পাংশা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে  গিয়ে মিঠুকে শিকলমুক্ত করেন।

উদ্ধার হওয়ার পর মিঠু মোল্লা সাংবাদিকদের বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে তিনি প্রায় চার মাস আগে ১ লাখ ৮০ হাজার টাকা নেন। সেই টাকা দিতে না পারায় তাকে ধরে এনে শিকল দিয়ে বেঁধে রেখেছিল।

পাংশা মডেল থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ শিকলে বাঁধা যুবককে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত শহীদ শেখসহ তিনজনকে আটক করে থানায়  এনেছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।