শ্যালকের গুলিতে দুলাভাইয়ের মৃত্যু , হত্যাকান্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩
- প্রকাশের সময় : ০৮:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১৩০৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশায় গোপাল বিশ^াসকে তার শ্যালক যে অস্ত্র দিয়ে গুলি করেছিল সেই বিদেশি পিস্তলসহ আরও একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড তাজা গুলি একটি ম্যাগজিন এবং একটি গুলির খোসা উদ্ধার করেছে পাংশা থানার পুলিশ। এসময় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে পাংশা উপজেলার বিলজোনা গ্রাম থেকে এসব অবৈধ অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার নাওড়াবনগ্রামের তুষার বিশ^াসের ছেলে বাধন বিশ^াস, মন্টু শিকদারের ছেলে আশিক শিকদার এবং তপু সরকারের স্ত্রী উর্মি শিকদার।
পাংশা থানা সূত্র জানায়, গত ৫ মে বৃহস্পতিবার গোপাল বিশ^াস তার শ^শুরবাড়িতে গিয়ে গুলিবিদ্ধ হয়। এর দুইদিন পর শনিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। গোপাল গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তের এক পর্যায়ে জানা যায়, গোপালের শ্যালক বিজন বিশ^াসের কাছে একটি অবৈধ অস্ত্র দেখতে পেয়ে সেটি কোথা থেকে পেয়েছে জানতে চায়। দুজনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে বিজন তার দুলাভাই গোপালকে দুটি গুলি করে। এ ঘটনায় নিহতের বড় ভাই পরিমল বিশ^াস বাদী হয়ে গত ৭ মে তারিখে পাংশা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ বিজন ও তার বোন (গোপালের স্ত্রী) চায়না বিশ^াসকে গ্রেপ্তার করে। গোপালের স্ত্রী চায়না তার ভাই বিজনকে বাঁচানোর জন্য আলামত নষ্ট করেছেন একারণে তাকেও আসামি করা হয়। বিজন পুলিশি জিজ্ঞাসাবাদে সে অস্ত্রটি কোথায় আছে তা স্বীকার করে। রাজবাড়ীর আদালতে ১৬৪ ধারা জবানবন্দী দিয়েছে আসামি বিজন।
বিজনের দেওয়া তথ্য মতে বুধবার সকালে অভিযান চালিয়ে প্রথমে বাধন ও আশিককে আটক করা হয়। তাদের দেখানো মতে কৃষ্ণ চন্দ্র সিংহের বাড়ির খড়ের পালার নীচ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, তাজা গুলি এবং গুলির খোসা উদ্ধার করা হয়। পরে অপর পলাতক আসামি তপু সরকারের স্ত্রী উর্মির কাছ থেকে ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, এব্যাপারে অস্ত্র আইনে পাংশা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আসামিদের রাজবাড়ী আদালতে চালান করা হয়েছে।