Dhaka ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর পাংশায় ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • / ১৪৭০ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের আমতলী নামক স্থানে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকার চালক মাহবুবুর রহমান নিহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত মাহবুব সিরাজগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া এলাকার আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্র  জানায়, কুষ্টিয়াগামী ট্রাক এবং রাজবাড়ীমুখী প্রাইভেটকার আমতলী এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি যানই ছিটকে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন প্রাইভেটকারের চালক মাহবুবুর রহমান। প্রাইভেটকারটিতে আর কোনো যাত্রী ছিল না। ধারণা করা হচ্ছে সিরাজগঞ্জ থেকে যাত্রী  নামিয়ে দিয়ে ধাওয়াপাড়া ঘাট হয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল প্রাইভেটকারটি। ঘটনার পর থেকে ট্রাকের চালক  ও হেলপার পলাতক।

গান্ধীমারা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে চালক পলাতক। নিহতের স্বজনদের বার্ত পাঠানো হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে। আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর পাংশায় ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

প্রকাশের সময় : ০৯:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২

জনতার আদালত অনলাইন দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের আমতলী নামক স্থানে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকার চালক মাহবুবুর রহমান নিহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত মাহবুব সিরাজগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া এলাকার আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্র  জানায়, কুষ্টিয়াগামী ট্রাক এবং রাজবাড়ীমুখী প্রাইভেটকার আমতলী এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি যানই ছিটকে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন প্রাইভেটকারের চালক মাহবুবুর রহমান। প্রাইভেটকারটিতে আর কোনো যাত্রী ছিল না। ধারণা করা হচ্ছে সিরাজগঞ্জ থেকে যাত্রী  নামিয়ে দিয়ে ধাওয়াপাড়া ঘাট হয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল প্রাইভেটকারটি। ঘটনার পর থেকে ট্রাকের চালক  ও হেলপার পলাতক।

গান্ধীমারা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে চালক পলাতক। নিহতের স্বজনদের বার্ত পাঠানো হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে। আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।