প্রক্রিয়া অনুসরণ না করে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- প্রকাশের সময় : ০৯:৩১:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১২৪৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গি উচ্চ বিদ্যালয়ের চারটি মেহগনি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করে জানান, বিদ্যালয়ের আসবাবপত্র ও চেয়ার টেবিল বানানোর জন্য সেগুলো কাটা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সামনে বড় একটি খেলার মাঠ। মাঠের শেষ যেখানে সেখানেই রাস্তা। রাস্তার পাশে বেশ কয়েকটি মেহগনি গাছ রয়েছে। এই সারি থেকেই চারটি মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে দুই তিন দিন আগে। গাছ কাটার চিহ্ন এখনও বিদ্যমান। গাছগুলো স’মিল থেকে খন্ড খন্ড করে কেটে রাখা হয়েছে বিদ্যালয়ের মূল ভবনের পাশের একটি কক্ষে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালামের কাছে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিদ্যালয়ের একটি নতুন ভবন হয়েছে। ওই ভবনের জন্য আসবাবপত্র বানাতে গাছগুলো কাটা হয়েছে। সভাপতির নির্দেশেই গাছগুলো কাটা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সরিষা ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার বলেন, গাছগুলো কাটার জন্য ম্যানেজিং কমিটির সভায় ছয় মাস আগে রেজুলেশন করা হয়েছিল। বিদ্যালয়ের উন্নয়নে গাছগুলো ব্যবহার করা হবে। তবে, গাছ কাটতে ইউএনও অফিসকে অবহিত করা বা বন বিভাগের অনুমতি নেওয়া হয়নি বলে স্বীকার করেন তিনি।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।