বালিয়াকান্দিতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৮:৩৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১২৭৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে গৃহবধূ হাজেরা বেগমকে শ^াসরোধে হত্যার অভিযোগে স্বামী নুরুল ইসলামের বিরুদ্ধে শনিবার রাতে বালিয়াকান্দি থানায় মামলা হয়েছে। ৫৪ ধারায় আটক থাকা নুরুল ইসলামকে পুলিশ রাতেই গ্রেপ্তার দেখিয়েছে। সে একই গ্রামের হামিম মন্ডলের ছেলে। নিহত হাজেরা বেগম বালিয়াকান্দি উপজেলার ঠেঙ্গাবাড়িয়া গ্রামের জমির ফকিরের মেয়ে।
বালিয়াকান্দি থানা ও নিহতের পারিবারিক সূত্র জানায়, সাত বছর আগে নুরুল ইসলামের সাথে বিয়ে হয় হাজেরা বেগমের। নুরুল ইসলাম কিছুটা বখাটে প্রকৃতির ছেলে। বিয়ের পর থেকেই নুরুল ইসলাম তার স্ত্রীকে কারণে অকারণে মারধর করতো। শনিবার রান্না করতে দেরি হওয়ায় তার স্ত্রী হাজেরা বেগমকে বেধরক পেটায়।
পরে নুরুল ইসলাম নিজেই পুলিশকে জানায়; তার স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শোবার ঘর থেকে হাজেরা বেগমের গলায় ওড়ানা পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে। এসময় নিহত গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়। ওই সময় স্বামী নুরুল ইসলামকে ৫৪ ধারায় আটক করে থানায় নিয়ে যায়। রাতে নিহতের ভাই জয়নাল ফকির বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।
বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, গৃহবধূ হাজেরা বেগমের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। পুলিশ তার স্বামীকে গ্রেপ্তার করে রোববার আদালতে চালান করেছে। নিহতের লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।