Dhaka ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় কর্মী সমর্থকদের উপর হামলার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১২:২৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
  • / ১১৮৩ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমানের কর্মী সমর্থকদের উপর হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসমুক্ত নির্বাচনী পরিবেশের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পাংশা শহরের টেম্পু স্ট্যান্ডে সিদ্দিকুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে সিদ্দিকুর রহমান বলেন, গত সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে নৌকা প্রতীকের প্রার্থী আবু হাসানের লোকেরা অতর্কিতে হামলা চালিয়ে পাঁচ ছয়টি মোটরসাইকেল ভাংচুর করে এবং দুজনকে কুপিয়ে জখম করে। যারা হাসপাতালে চিকিৎসাধীন। এসময় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেও হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য তাকে নানা ভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। তার সমর্থকদেরকেও ভয়ভীতি দেখানো হচ্ছে।

সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন করতে এলাকা সন্ত্রাসীমুক্ত করতে  প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় কর্মী সমর্থকদের উপর হামলার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ১২:২৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১

জনতার আদালত অনলাইন রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমানের কর্মী সমর্থকদের উপর হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসমুক্ত নির্বাচনী পরিবেশের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পাংশা শহরের টেম্পু স্ট্যান্ডে সিদ্দিকুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে সিদ্দিকুর রহমান বলেন, গত সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে নৌকা প্রতীকের প্রার্থী আবু হাসানের লোকেরা অতর্কিতে হামলা চালিয়ে পাঁচ ছয়টি মোটরসাইকেল ভাংচুর করে এবং দুজনকে কুপিয়ে জখম করে। যারা হাসপাতালে চিকিৎসাধীন। এসময় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেও হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য তাকে নানা ভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। তার সমর্থকদেরকেও ভয়ভীতি দেখানো হচ্ছে।

সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন করতে এলাকা সন্ত্রাসীমুক্ত করতে  প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি।