বালিয়াকান্দিতে আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচির শিক্ষক নিয়োগ পরীক্ষা
- প্রকাশের সময় : ০৭:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১১৮৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিচালিত আউট-অব স্কুল চিলড্রেন কর্মসুচির আওতায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ন্যাশনাল ডেভেলপমেন্ট সেন্টার (এনডিসি) উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল হক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসেন, একাডেমিক সুপার ভাইজার মোঃ মিয়াদ হোসেন, সহকারী শিক্ষা অফিসার আঃ কাদের, শিল্পী দাস প্রমি, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ডিএমপির প্রগ্রাম অফিসার মোঃ রোকনুজ্জামান উজ্জল, ডিএমপির জেলা ম্যানেজার মোঃ রেজাউল করিম, ন্যাশনাল ডেভেলপমেন্ট সেন্টার (এনডিসি) বালিয়াকান্দি উপজেলা প্রগ্রাম ম্যানেজার মোঃ আজমল হোসেন প্রমুখ। পরীক্ষায় ৫০ নম্বরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৫৭জন অংশগ্রহণ করেন।