পাংশায় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ককটেলসহ ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৭:২৯:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১৩৩১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা এলাকা থেকে রোববার দিবাগত রাতে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো একই উপজেলার কোলানগর গ্রামের জিল্লর শেখের ছেলে সালাম শেখ, সোহরাব খার ছেলে রমজান খা ও ডেমনামারা গ্রামের মহরউদ্দিন মন্ডলের ছেলে লিটন মন্ডল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি ওয়ান শুটারগান, চারটি তাজা কার্তুজ, চারটি ককটেল, দুটি চাইনিজ কুড়াল ও একটি রামদা।
পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, গত ১৩ আগস্ট তারিখে পাংশা থানায় দায়ের করা মামলার সন্দিগ্ধ আসামি সালাম শেখকে গ্রেপ্তার করে তার হেফাজতে থাকা ওইসব অস্ত্রগুলি ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে রমজান এবং লিটনকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে লুণ্ঠিত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সালাম শেখ ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনার জন্য অস্ত্রগুলি সরবরাহ করে থাকে। নিজেও এসব অপকর্মের সাথে জড়িত। অস্ত্রগুলি উদ্ধারের ঘটনায় সালামের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ)(এফ) ও ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলী আইনের ৪ ধারায় পাংশা থানায় মামলা হয়েছে।