Dhaka ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে ড্রেজার দিয়ে অবাধে বালু উত্তোলন করায় ধসে গেছে রাস্তা॥ উপড়ে পড়েছে দুটি গাছ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
  • / ১২৩২ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের নার্সারী এলাকায় ড্রেজার দিয়ে অবাধে বালু উত্তোলন করায় রেলওয়ের পাকা সড়ক ধসে গেছে। সেখানে থাকা দুটি বড় গাছু উপড়ে পড়েছে। প্রশাসনের অনুমতি ছাড়াই পলাশ মিয়া নামে এক ব্যক্তি তার নিজ জমি থেকে দীর্ঘীদন ধরে বালু উত্তোলন করে আসছিলেন বলে জানা গেছে। পলাশ মিয়া একই গ্রামের হাবিবুর রহমান মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আড়কান্দি গ্রামের রেলওয়ে সড়কের পাশে পলাশ মিয়া তার জমি থেকে দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছেন। ইতিপূর্বে প্রশাসন বাধা দিলেও কর্ণপাত করেননি। শনিবার বিকেলে রেলওয়ে সড়কের বেশ কিছু অংশ ধসে পড়ে। সড়কের পাশে থাকা বিশাল আকৃতির দুটি চাম্বুল গাছ উপড়ে পুকুরে চলে যায়। পাশের আরও তিন চারটি গাছ উপড়ে পড়ার উপক্রম হয়েছে। রাস্তাটি ধসে পড়ায় এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হবে। এব্যাপারে ব্যবস্থা নিতে এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে।

এবিষয়ে জানতে চাইলে পলাশ মিয়ার সাথে মোবাইল ফোন কল করা হলে বলেন, ওখানে ড্রেজার দিয়ে নয় ভেকু দিয়ে বালু তোলা হতো। যেখানে ভেঙেছে ওই সোজা একটা মহল্লা রয়েছে। সেখান দিয়ে পানি বের হওয়ার জায়গা নেই। ওই মহল্লার বাড়িঘরের ব্যবহৃত পানি ফুটো হয়ে নীচ দিয়ে যাওয়ায় বালু সরে যাওয়ার কারণে ভেঙে গেছে। এর আগে আমি পানি প্রবাহ বন্ধের চেষ্টা করেছিলাম। কিন্তু পারিনি। বিষয়টি আমি উপজেলা ভাইস চেয়ারম্যানকে জানিয়েছি। বালু তুলতে প্রশাসনের অনুমতি নিয়েছিলেন কীনা এমন প্রশ্নের জবাবে বলেন, এখানে তো অনেকেই করছে। কেউ লিখিত অনুমতি নেয়নি। তাই আমিও নেইনি। আর বালু বিক্রি করা আমার প্রধান উদ্দেশ্য নয়। মাছের প্রজেক্ট  করার জন্য পুকুর কাটা হয়েছিল।

রাজবাড়ী রেলওয়ের উপ সহকারী প্রকৌশলী গৌতম বিশ্বাস বলেন,  সেখানে লোক পাঠানো হয়েছে। তারা দেখে এসে রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, গত দুই তিন বছর ধরেই নাকি রাস্তার পাশ থেকে পুকুর থেকে বালু তোলা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা বলেন, বিষয়টি আমি শুনেছি। ওই এলাকার মানুষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ড্রেজার দিয়ে অবাধে বালু উত্তোলন করায় ধসে গেছে রাস্তা॥ উপড়ে পড়েছে দুটি গাছ

প্রকাশের সময় : ০৭:৩১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের নার্সারী এলাকায় ড্রেজার দিয়ে অবাধে বালু উত্তোলন করায় রেলওয়ের পাকা সড়ক ধসে গেছে। সেখানে থাকা দুটি বড় গাছু উপড়ে পড়েছে। প্রশাসনের অনুমতি ছাড়াই পলাশ মিয়া নামে এক ব্যক্তি তার নিজ জমি থেকে দীর্ঘীদন ধরে বালু উত্তোলন করে আসছিলেন বলে জানা গেছে। পলাশ মিয়া একই গ্রামের হাবিবুর রহমান মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আড়কান্দি গ্রামের রেলওয়ে সড়কের পাশে পলাশ মিয়া তার জমি থেকে দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছেন। ইতিপূর্বে প্রশাসন বাধা দিলেও কর্ণপাত করেননি। শনিবার বিকেলে রেলওয়ে সড়কের বেশ কিছু অংশ ধসে পড়ে। সড়কের পাশে থাকা বিশাল আকৃতির দুটি চাম্বুল গাছ উপড়ে পুকুরে চলে যায়। পাশের আরও তিন চারটি গাছ উপড়ে পড়ার উপক্রম হয়েছে। রাস্তাটি ধসে পড়ায় এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হবে। এব্যাপারে ব্যবস্থা নিতে এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে।

এবিষয়ে জানতে চাইলে পলাশ মিয়ার সাথে মোবাইল ফোন কল করা হলে বলেন, ওখানে ড্রেজার দিয়ে নয় ভেকু দিয়ে বালু তোলা হতো। যেখানে ভেঙেছে ওই সোজা একটা মহল্লা রয়েছে। সেখান দিয়ে পানি বের হওয়ার জায়গা নেই। ওই মহল্লার বাড়িঘরের ব্যবহৃত পানি ফুটো হয়ে নীচ দিয়ে যাওয়ায় বালু সরে যাওয়ার কারণে ভেঙে গেছে। এর আগে আমি পানি প্রবাহ বন্ধের চেষ্টা করেছিলাম। কিন্তু পারিনি। বিষয়টি আমি উপজেলা ভাইস চেয়ারম্যানকে জানিয়েছি। বালু তুলতে প্রশাসনের অনুমতি নিয়েছিলেন কীনা এমন প্রশ্নের জবাবে বলেন, এখানে তো অনেকেই করছে। কেউ লিখিত অনুমতি নেয়নি। তাই আমিও নেইনি। আর বালু বিক্রি করা আমার প্রধান উদ্দেশ্য নয়। মাছের প্রজেক্ট  করার জন্য পুকুর কাটা হয়েছিল।

রাজবাড়ী রেলওয়ের উপ সহকারী প্রকৌশলী গৌতম বিশ্বাস বলেন,  সেখানে লোক পাঠানো হয়েছে। তারা দেখে এসে রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, গত দুই তিন বছর ধরেই নাকি রাস্তার পাশ থেকে পুকুর থেকে বালু তোলা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা বলেন, বিষয়টি আমি শুনেছি। ওই এলাকার মানুষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।