ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ
- প্রকাশের সময় : ০৮:০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১৩০৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় চলতি ২০২০-২০২১ অর্থ বছরে উপজেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় ৫ কলেজ শিক্ষার্থীকে ৯৬০০ টাকা, ২১ জন মাধ্যমিক স্তরের শিক্ষার্থীকে ৬০০০ টাকা, ১১ জন প্রাথমিক স্তরের স্কুল শিক্ষার্থীকে ২৪০০ টাকা, ও ২০ জন নারী শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল ও ৫৭ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। মোট ১১৪ জন শিক্ষার্থীকে এ কর্মসূচীর আওতায় সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নুজহাত তাসনীন আওন,পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মাস্টার,পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ শাহাদত হোসেন, উপজেলা ভাইস মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম,উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস,পাংশা উপজেলা আদিবাসি উন্নয়ন সমিতির সভাপতি শ্রী বিরেন্দ্র নাথ বিশ^াস প্রমুখ।
ইউএনও মোহাম্মদ আলী বলেন, কোনকালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি শক্তি দিয়েছে সাহস দিয়েছে বিজয়ী লক্ষী নারী করির এই বানির ন্যায় এখন আমাদের দেশের নারী সমাজ এগিয়ে যাচ্ছে, এখন আর নারীরা পিছিয়ে নেই।