পানির ট্যাঙ্কির উপরে উঠে আত্মহত্যার চেষ্টা তরুণীর, উদ্ধার করলো ফায়ার কর্মীরা
![](https://jonotaradalot.com/wp-content/themes/template-pro/assets/images/reporter.jpg)
- প্রকাশের সময় : ০৮:৩১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / 393
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী শহরের শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে রেলওয়ের ৬০ ফুট উঁচু পানির ট্যাঙ্কির উপরে উঠে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক তরুণী। পরে খবর পেয়ে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ এক ঘণ্টা চেষ্টার পর তাকে নীচে নামিয়ে আনে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় সারা শহরে চাঞ্চ্যল্য সৃষ্টি করেছে। বিষয়টি দেখতে সেখানে ভিড় জমায় উৎসুক জনতা। ওই তরুণীর নাম পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে এক তরুণী দীর্ঘক্ষণ পানির ট্যাঙ্কির নীচে একাকী দাঁড়িয়ে ছিল। তার পরনে ছিল কালো সালোয়ার ও কালো কামিজ। আনুমানিক সাড়ে পাঁচটার দিকে সে পানির ট্যাঙ্কির মই বেয়ে ওপরে ওঠে। একবার লাফ দেওয়ার চেষ্টা করে। ওই সময় পানির ট্যাঙ্কির আশেপাশে থাকা যুবকরা বিষয়টি দেখে ফেলে। দ্বিতীয় দফায় ওড়নায় চোখ বেঁধে লাফ দেওয়ার চেষ্টা করতেই যুবকরা উঠে তাকে ধরে ফেলে। খবর পেয়ে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পৌনে সাতটার দিকে দড়ি দিয়ে বেঁধে মাথায় হেলমেট পরিয়ে তাকে নিরাপদে নীচে নামিয়ে আনে।
তরুণীকে রক্ষা করা যুবক সিয়াম জানান, তারা বসে চা খাচ্ছিল। তরুণীর লাফ দিতে উদ্যত হওয়ার বিষয়টি লক্ষ্য করেই ছুটে যান। তার সাথে আরও দুই বন্ধু ছিল। তারা উপরে উঠে তরুণীকে বুঝিয়ে শান্ত করেন। পরে ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানান। মেয়েটি তার নাম, পরিচয় তাদের কাছে বলেনি। তবে পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করতে চেয়েছিল বলে তাদেরকে জানিয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, পুলিশের মাধ্যমে খবর পাই, রেল স্টেশনের কাছে পানির ট্যাঙ্কির মধ্যে এক তরুণী লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে। অস্বাভাবিক অবস্থার মধ্যে আছে। নামার কোনো পথ পাচ্ছিল না। তাৎক্ষণিক রাজবাড়ী ফায়ার সার্ভিসের টীম ঘটনাস্থলে ছুটে আসে। তারা উপরে উঠে মেয়েটির সাথে কথা বলে। মেয়েটি নামতে ভয় পাচ্ছিল। উদ্ধারকারী টীম টু পয়েন্ট সাসপেনশন সিস্টেমে রোপের মাধ্যমে সফলভাবে উদ্ধার করে নীচে নামিয়ে আনে। আমরা তরুণীকে পুলিশের কাছে হস্তান্তর করেছি। মেয়েটি বর্তমানে সুস্থ আছে। তার বয়স আনুমানিক ১৮ বছর।