Dhaka ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় প্রতিদ্বন্দ্বি কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে নারী কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • / ১২৭৮ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ পাংশা পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর ওদুদ সরদারের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ও নারী কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ করেছেন একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি কাউন্সিলর প্রার্থী আল মাসুদ সরদার। এবিষয়ে তিনি বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, পাংশা থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ওদুদ সরদার ডালিম এবং আল মাসুদ সরদার উটপাখি প্রতীকে নির্বাচন করছেন।

লিখিত অভিযোগে আল মাসুদ সরদার উল্লেখ করেছেন, গত মঙ্গলবার দুপুরে তার স্ত্রীসহ কয়েকজন নারী কর্মী ৮ নং ওয়ার্ডের মৈশালা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তার পক্ষে ভোট চাইছিলেন। ওই সময় তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওদুদ সরদারের সমর্থকরা তাদের সাথে অশোভন আচরণ ও লাঞ্ছিত করে। তিনি আরও অভিযোগ করেন, ওদুদ সরদার ভোটারদের ভয়ভীতি দেখিয়ে পরিবেশ বিনষ্টের চেষ্টা করছে।

পাংশা  উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং  অফিসার মো. আব্দুল আলিম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। একই কথা জানিয়েছেন পাংশা  থানার ওসি একেএম শাহাদত হোসেনও।

অভিযুক্ত কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর ওদুদ সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগকারী ব্যক্তি গত নির্বাচনেও আমার বিরুদ্ধে বাজে ধরণের অভিযোগ করেছিল। এবারও তাই করছে। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার সবই মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় প্রতিদ্বন্দ্বি কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে নারী কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ

প্রকাশের সময় : ০৭:২১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১

জনতার আদালত অনলাইন ॥ পাংশা পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর ওদুদ সরদারের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ও নারী কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ করেছেন একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি কাউন্সিলর প্রার্থী আল মাসুদ সরদার। এবিষয়ে তিনি বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, পাংশা থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ওদুদ সরদার ডালিম এবং আল মাসুদ সরদার উটপাখি প্রতীকে নির্বাচন করছেন।

লিখিত অভিযোগে আল মাসুদ সরদার উল্লেখ করেছেন, গত মঙ্গলবার দুপুরে তার স্ত্রীসহ কয়েকজন নারী কর্মী ৮ নং ওয়ার্ডের মৈশালা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তার পক্ষে ভোট চাইছিলেন। ওই সময় তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওদুদ সরদারের সমর্থকরা তাদের সাথে অশোভন আচরণ ও লাঞ্ছিত করে। তিনি আরও অভিযোগ করেন, ওদুদ সরদার ভোটারদের ভয়ভীতি দেখিয়ে পরিবেশ বিনষ্টের চেষ্টা করছে।

পাংশা  উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং  অফিসার মো. আব্দুল আলিম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। একই কথা জানিয়েছেন পাংশা  থানার ওসি একেএম শাহাদত হোসেনও।

অভিযুক্ত কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর ওদুদ সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগকারী ব্যক্তি গত নির্বাচনেও আমার বিরুদ্ধে বাজে ধরণের অভিযোগ করেছিল। এবারও তাই করছে। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার সবই মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।