Dhaka ১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় কলেজছাত্র সিফাত হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
  • / ১৩১৫ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা  বিশ^বিদ্যালয় কলেজের  ছাত্র মোহাম্মদ সিফাত হত্যার ঘটনায় পাংশা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও  চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। পুলিশ মামলার প্রধান দুই আসামি সেলিম প্রামানিক ও হেলাল প্রামানিককে গ্রেপ্তার করেছে। এদের বাড়ি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

পাংশা থানার ওসি একেএম শাহাদত হোসেন জানান, সিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

প্রসঙ্গত, পূর্ব শত্রুতার জের ধরে গত মঙ্গলবার রাতে একদল দুর্বৃত্ত  হামলা চালিয়ে কলেজছাত্র সিফাতকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় কলেজছাত্র সিফাত হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৯:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা  বিশ^বিদ্যালয় কলেজের  ছাত্র মোহাম্মদ সিফাত হত্যার ঘটনায় পাংশা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও  চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। পুলিশ মামলার প্রধান দুই আসামি সেলিম প্রামানিক ও হেলাল প্রামানিককে গ্রেপ্তার করেছে। এদের বাড়ি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

পাংশা থানার ওসি একেএম শাহাদত হোসেন জানান, সিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

প্রসঙ্গত, পূর্ব শত্রুতার জের ধরে গত মঙ্গলবার রাতে একদল দুর্বৃত্ত  হামলা চালিয়ে কলেজছাত্র সিফাতকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।