কালুখালীতে আ’লীগ নেতা হত্যা মামলার আসামি চরমপন্থী বাচ্চু গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৫:৫৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১৩৮৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর সদর উপজেলার লক্ষীপুর এলাকা থেকে সোমবার দুপুরে কালুখালীর আওয়ামী লীগ নেতা ওয়াজেদ আলী হত্যা মামলার অন্যতম আসামি চরমপন্থী দলের সদস্য বাচ্চু শেখকে গ্রেপ্তার করেছে কালুখালী উপজেলার মহেন্দ্রপুর ক্যাম্প পুলিশ। তার বাড়ি কালুখালী উপজেলার ভবানীপুর হঠাৎপাড়া গ্রামে।
মহেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হিরন কুমার বিশ^াস জানান, ২০১৭ সালের ১৯ আগস্ট তারিখে রতনদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলীকে একদল চরমপন্থী আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে ট্রলারযোগে পদ্মা নদীতে নিয়ে গলা কেটে হত্যার পর লাশ ¯্রােতে ভাসিয়ে দেয়। এঘটনায় পুলিশ মোতাহার নামে একজনকে গ্রেপ্তার করে। মোতাহার আদালতে স্বীকারোক্তীমূলক জবানবন্দীতে বাচ্চুসহ কয়েকজনের নাম প্রকাশ করে। ঘটনার পর থেকেই পলাতক ছিল বাচ্চু। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে রাজবাড়ী সদর উপজেলার লক্ষীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাচ্চু চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টির অন্যতম সদস্য। সে তার পরিচয় গোপন করতে বাবার নাম একাধিকবার বদলিয়েছে বলে জানান তিনি।
কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানান, আসামি বাচ্চু শেখকে আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।