Dhaka ১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ॥ পুলিশ সদস্যসহ আটক ২০

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
  • / ১৭১২ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া এলাকার পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার সময় মঙ্গলবার দুই পুলিশ সদস্য হাতেনাতে আটক হয়েছে। আটককৃতরা হলো পুলিশের এএসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল ওসমান গনি। এদের মধ্যে কনস্টেবল ওসমান গনি স্থানীয় জনতার কাছে এবং এএসআই শফিকুল মৎস্য সংরক্ষণকারী অভিযান দলের কাছে আটক হন। তারা দুজনেই রাজবাড়ী পুলিশ লাইনসে কর্মরত বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, মাঝে মধ্যেই পুলিশ পরিচয় দিয়ে জেলেদের ভয়ভীতি দেখিয়ে মাছ নিয়ে যেত। সোমবার রাত দুই টার দিকে এভাবে পুলিশ পরিচয় দিয়ে তাদের এলাকার সাবেক মেম্বারসহ কয়েকজনকে ধরে নিয়ে নদীতে মাছ ধরতে নিয়ে যায়। এলাকাবাসীর কাছে এ খবর ছড়িয়ে পড়লে তারা একজোট হয়ে ওই পুলিশকে আটক করে রাখে। মঙ্গলবার সকালে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর রফিকুল ইসলাম জানান, ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১৮ জেলেকে আটক করা হয়। এসময় নদীতে জেলেদের সাথে মাছ ধরা অবস্থায় জাল ও মাছসহ পুলিশের এএসআই শফিকুলকেও আটক করা হয়। অপর পুলিশ সদস্যকে স্থানীয় জনগণ আটক করেছে।
তিনি আরও জানান, অভিযানে ১৮ জেলেকে আটকের পাশাপাশি ২৫ কেজি ইলিশ ও এক মণ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত ইলিশ এতিমখানায় এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান জানান, আটক দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ॥ পুলিশ সদস্যসহ আটক ২০

প্রকাশের সময় : ০৭:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯

জনতার আদালত অনলাইন ॥
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া এলাকার পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার সময় মঙ্গলবার দুই পুলিশ সদস্য হাতেনাতে আটক হয়েছে। আটককৃতরা হলো পুলিশের এএসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল ওসমান গনি। এদের মধ্যে কনস্টেবল ওসমান গনি স্থানীয় জনতার কাছে এবং এএসআই শফিকুল মৎস্য সংরক্ষণকারী অভিযান দলের কাছে আটক হন। তারা দুজনেই রাজবাড়ী পুলিশ লাইনসে কর্মরত বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, মাঝে মধ্যেই পুলিশ পরিচয় দিয়ে জেলেদের ভয়ভীতি দেখিয়ে মাছ নিয়ে যেত। সোমবার রাত দুই টার দিকে এভাবে পুলিশ পরিচয় দিয়ে তাদের এলাকার সাবেক মেম্বারসহ কয়েকজনকে ধরে নিয়ে নদীতে মাছ ধরতে নিয়ে যায়। এলাকাবাসীর কাছে এ খবর ছড়িয়ে পড়লে তারা একজোট হয়ে ওই পুলিশকে আটক করে রাখে। মঙ্গলবার সকালে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর রফিকুল ইসলাম জানান, ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১৮ জেলেকে আটক করা হয়। এসময় নদীতে জেলেদের সাথে মাছ ধরা অবস্থায় জাল ও মাছসহ পুলিশের এএসআই শফিকুলকেও আটক করা হয়। অপর পুলিশ সদস্যকে স্থানীয় জনগণ আটক করেছে।
তিনি আরও জানান, অভিযানে ১৮ জেলেকে আটকের পাশাপাশি ২৫ কেজি ইলিশ ও এক মণ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত ইলিশ এতিমখানায় এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান জানান, আটক দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।