বালিয়াকান্দিতে কিশোরীকে অপহরণের অভিযোগে মামলা ॥ বাবা ছেলে গ্রেফতার
- প্রকাশের সময় : ০৬:২৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
- / ১৫৫৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার এক কিশোরীকে অপহরণ করে ঢাকায় নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে শনিবার তৈয়ব আলীকে প্রধান আসামি করে তার বাবা নুর আলম ও ছোট ভাই নুরতাজের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা করেন। পুলিশ নুর আলম ও তার ছোট ছেলে নুরতাজকে গ্রেফতার করেছে। তাদের বাড়ি একই উপজেলার বহরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামে।
বালিয়াকান্দি থানা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই কিশোরী বাড়িতে সেলাইয়ের কাজ করতো। বাড়ির বাইরে গেলে তৈয়ব আলী ওই কিশোরীকে উত্যক্ত করতো ও কু প্রস্তাব দিতো। গত ১৮ জুলাই সন্ধ্যার দিকে তৈয়ব আলী ওই কিশোরীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে ঢাকায় নিয়ে যায়। কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় তার বাবা গত ২৪ জুলাই তারিখে বালিয়াকান্দি থানায় একটি জিডি করেন। ওই কিশোরী গত ১৭ অক্টোবর তারিখে কৌশলে পালিয়ে বাড়িতে এসে জানায়, ঢাকার একটি স্থানে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার এসআই আব্দুল কুদ্দুস জানান, মামলা দায়েরের পর রোববার সকালে অভিযান চালিয়ে নুর আলম ও তার ছোট ছেলে নুরতাজকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতে চালান করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, এব্যাপারে একটি মামলা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য কিশোরীকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।