পাকিস্তান সীমান্তে ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান

- প্রকাশের সময় : ০৪:৩১:১১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 38
পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ট্যাংক ও ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে আফগানিস্তান। দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজ জানায়, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এসব অস্ত্র সীমান্তে পাঠানো হয়েছে।
শনিবার রাতে পাক-আফগান সীমান্তে ব্যাপক সংঘর্ষের পর রবিবার সকালে আফগানিস্তান দাবি করে, তারা পাকিস্তান সেনাবাহিনীর ২৫টি সীমান্ত পোস্ট দখল করেছে এবং ৫৮ জন সেনাকে হত্যা করেছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, সংঘর্ষে আফগান সেনাদের হামলায় আরও ৩০ জন পাক সেনা আহত হয়েছেন। তিনি হুঁশিয়ারি দেন, পাকিস্তান যদি আবারও আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তবে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায়। তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি) নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে চালানো এ হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদসহ কয়েকজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা, তোলো নিউজ





















