Dhaka ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রোববার থেকে দেওয়া হবে টাইফয়েড টিকা : ডা. সায়েদুর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / 54

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, আগামী রোববার (১২ অক্টোবর) থেকে দেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য এক মাসব্যাপী টাইফয়েড টিকাদান শুরু হবে। এ বছরের ক্যাম্পেইনে প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরকে এক ডোজ করে টিকা দেওয়া হবে। ডা. সায়েদুর রহমান বলেন, এই টিকা গ্রহণের মাধ্যমে টাইফয়েড জ্বরের সংক্রমণ কমানো সম্ভব হবে।

ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদা আলী জানান, এবার জন্মনিবন্ধন ছাড়াও শিশুদের টাইফয়েড টিকা দেওয়া হবে। ডিএনসিসির ১০টি অঞ্চলে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকা কার্যক্রম চলবে। এ অঞ্চলে ১২ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৭ লাখ ৬০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী এবং ৫ লাখ ৩৩ হাজার ২৭৯ জন কমিউনিটির শিশু টিকা পাবেন।

শিশু-কিশোরদের জন্য এই টিকা সম্পূর্ণ বিনামূল্যে। সরকার নির্ধারিত ভ্যাকসিন নিবন্ধন পোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে। জন্মনিবন্ধন নম্বর ছাড়া শিশুরা নির্ধারিত কেন্দ্রে গিয়ে সরাসরি টিকা নিতে পারবে। জন্মনিবন্ধন নম্বর দিয়ে টিকা নেওয়া শিশুর টিকা সার্টিফিকেট হলুদ রঙের, আর জন্মনিবন্ধন ছাড়া নেওয়া শিশুর টিকা সার্টিফিকেট সবুজ রঙের হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত, এবং স্থায়ী ইপিআই কেন্দ্রগুলোতে ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সপ্তাহের ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে। এছাড়া ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্যাটেলাইট বা আউটরিচ ইপিআই কেন্দ্রগুলোতেও টিকা দেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রোববার থেকে দেওয়া হবে টাইফয়েড টিকা : ডা. সায়েদুর

প্রকাশের সময় : ০২:৫০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, আগামী রোববার (১২ অক্টোবর) থেকে দেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য এক মাসব্যাপী টাইফয়েড টিকাদান শুরু হবে। এ বছরের ক্যাম্পেইনে প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরকে এক ডোজ করে টিকা দেওয়া হবে। ডা. সায়েদুর রহমান বলেন, এই টিকা গ্রহণের মাধ্যমে টাইফয়েড জ্বরের সংক্রমণ কমানো সম্ভব হবে।

ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদা আলী জানান, এবার জন্মনিবন্ধন ছাড়াও শিশুদের টাইফয়েড টিকা দেওয়া হবে। ডিএনসিসির ১০টি অঞ্চলে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকা কার্যক্রম চলবে। এ অঞ্চলে ১২ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৭ লাখ ৬০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী এবং ৫ লাখ ৩৩ হাজার ২৭৯ জন কমিউনিটির শিশু টিকা পাবেন।

শিশু-কিশোরদের জন্য এই টিকা সম্পূর্ণ বিনামূল্যে। সরকার নির্ধারিত ভ্যাকসিন নিবন্ধন পোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে। জন্মনিবন্ধন নম্বর ছাড়া শিশুরা নির্ধারিত কেন্দ্রে গিয়ে সরাসরি টিকা নিতে পারবে। জন্মনিবন্ধন নম্বর দিয়ে টিকা নেওয়া শিশুর টিকা সার্টিফিকেট হলুদ রঙের, আর জন্মনিবন্ধন ছাড়া নেওয়া শিশুর টিকা সার্টিফিকেট সবুজ রঙের হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত, এবং স্থায়ী ইপিআই কেন্দ্রগুলোতে ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সপ্তাহের ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে। এছাড়া ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্যাটেলাইট বা আউটরিচ ইপিআই কেন্দ্রগুলোতেও টিকা দেওয়া হবে।