ভারতে হোটেলে নীল ছবি তৈরির সময় ২ পুরুষসহ বাংলাদেশি নারী গ্রেপ্তার

- প্রকাশের সময় : ০৩:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / 91
ভারতের গুয়াহাটিতে একটি হোটেলে নীল ছবি তৈরির সময় দুই পুরুষসহ বাংলাদেশি এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, শফিকুল এবং জাহাঙ্গীর। তারা দুজনেই আসামের বাসিন্দা। তাদের সঙ্গে ২২ বছর বয়সী বাংলাদেশি এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাইকে জেলহাজতে নেয়া হয়েছে। খবর এনডিটিভি
পুলিশ প্রতিবেদন অনুসারে, দলটি গুয়াহাটির সুপার মার্কেট এলাকার একটি হোটেলে রুম বুক করেছিল। সেখানে তারা অশ্লীল ভিডিও তৈরি করার পরিকল্পনা করেছিল বলে তদন্তকারীরা সন্দেহ করেছে।
বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মীন আক্তার চাকরির অজুহাতে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তিনি বৈধ ভিসা বা পাসপোর্ট ছাড়াই আসামে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
একই ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত বৃহত্তর অপরাধী নেটওয়ার্কের সম্ভাব্য যোগসূত্রও পুলিশ তদন্ত করছে বলেও জানানো হয়েছে।