Dhaka ০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

জুতা পরলেই বেরোয় দুর্গন্ধ, কী করলে মিলবে মুক্তি?

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 65

পায়ের যত্নে ত্রুটি নেই। নিয়মিত সাবান দিয়ে পা ধুচ্ছেন। ময়েশ্চারাইজার, এসেনশিয়াল অয়েল ব্যবহার করছেন। মাসে এক দিন পেডিকিওর করছেন। তবুও জুতা পরে থাকলেই বের হয় দুর্গন্ধ! দামি জুতা কিনেও সুরাহা হয়নি। শীতের মুখে সমস্যা আরও বেড়েছে। তাহলে ভুলটা কোথায় হচ্ছে? সমাধানই বা হবে কীভাবে?

পা যতই পরিষ্কার করা হোক না, ঢাকা জুতা দীর্ঘক্ষণ পরে থাকলে অনেকেরই পায়ে ব্যাক্টেরিয়া বেড়ে ওঠে। মোজা পরলে সমস্যা আরও বাড়ে।

সমস্যা সমাধানের উপায়?

এক কাপের চার ভাগের এক ভাগ বেকিং সোডা, সমপরিমাণ বেকিং পাউডার এবং আধ কাপ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে। মোজা অবশ্যই সুতির এবং ভালো মানের ব্যবহার করা দরকার। মোজায় মিশ্রণটি ছড়িয়ে দিন। জুতার ভেতরেও দিতে হবে একটু। এতে কমবে দুর্গন্ধ।

জগিং বা দৌড়ানোর পর গন্ধ বেশি হয়? সমপরিমাণ সাদা ভিনিগার এবং জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। দৌড়াদৌড়ি বা হাঁটার পর জুতো খুলে ভিতরে স্প্রে করে দিন। মিনিট পাঁচেক শুকোতে দিন।

এসেনশিয়াল অয়েল শুধু সুগন্ধ ছড়ায় না, ছোটখাটো সংক্রমণ দূর করতেও তা কার্যকর। জুতোর মধ্যে টি ট্রি অয়েল, ল্যাভেন্ডার অয়েল বা লবঙ্গ তেল কয়েক ফোঁটা দিয়ে দিতে পারেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুতা পরলেই বেরোয় দুর্গন্ধ, কী করলে মিলবে মুক্তি?

প্রকাশের সময় : ১০:৪০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

পায়ের যত্নে ত্রুটি নেই। নিয়মিত সাবান দিয়ে পা ধুচ্ছেন। ময়েশ্চারাইজার, এসেনশিয়াল অয়েল ব্যবহার করছেন। মাসে এক দিন পেডিকিওর করছেন। তবুও জুতা পরে থাকলেই বের হয় দুর্গন্ধ! দামি জুতা কিনেও সুরাহা হয়নি। শীতের মুখে সমস্যা আরও বেড়েছে। তাহলে ভুলটা কোথায় হচ্ছে? সমাধানই বা হবে কীভাবে?

পা যতই পরিষ্কার করা হোক না, ঢাকা জুতা দীর্ঘক্ষণ পরে থাকলে অনেকেরই পায়ে ব্যাক্টেরিয়া বেড়ে ওঠে। মোজা পরলে সমস্যা আরও বাড়ে।

সমস্যা সমাধানের উপায়?

এক কাপের চার ভাগের এক ভাগ বেকিং সোডা, সমপরিমাণ বেকিং পাউডার এবং আধ কাপ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে। মোজা অবশ্যই সুতির এবং ভালো মানের ব্যবহার করা দরকার। মোজায় মিশ্রণটি ছড়িয়ে দিন। জুতার ভেতরেও দিতে হবে একটু। এতে কমবে দুর্গন্ধ।

জগিং বা দৌড়ানোর পর গন্ধ বেশি হয়? সমপরিমাণ সাদা ভিনিগার এবং জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। দৌড়াদৌড়ি বা হাঁটার পর জুতো খুলে ভিতরে স্প্রে করে দিন। মিনিট পাঁচেক শুকোতে দিন।

এসেনশিয়াল অয়েল শুধু সুগন্ধ ছড়ায় না, ছোটখাটো সংক্রমণ দূর করতেও তা কার্যকর। জুতোর মধ্যে টি ট্রি অয়েল, ল্যাভেন্ডার অয়েল বা লবঙ্গ তেল কয়েক ফোঁটা দিয়ে দিতে পারেন।