কালুখালীতে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ
- প্রকাশের সময় : ০৬:৩৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
- / 38
রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিভিন্ন প্রকল্পের স্থাপিত প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষক-কৃষাণীর মধ্যে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।
এসময় কৃষি অফিসার পূর্ণিমা হালদার জানাযন, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পরিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলার ৭ টি ইউনিয়নের ৮৫ জন কৃষক-কৃষাণীর মধ্যে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
উপকরণসমূহের মধ্যে রয়েছে- ২১ রকমের বীজ, ৬টা ফলের চারা ও ২০ কেজি জৈব ও ১০ কেজি রাসায়নিক সার, বীজ সংরক্ষণের পাত্র, সবজি ঘেড়া দেওয়ার নেট, পানির ঝাঝরি ও সাইনবোর্ডসহ প্রভৃতি।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাইমুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার উপস্থিত ছিলেন।