রাজবাড়ী রিপাবলিকের গ্রান্ড ওপেনিং
- প্রকাশের সময় : ০২:৩৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / 64
রাজবাড়ী শহরের আনসার ক্যাম্প মোড়ে অবস্থিত রেস্টুরেন্টটির সামনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে টীম রাজবাড়ী ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র এক শিক্ষার্থীকে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য বাইসাইকেল এবং একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়। এর অর্থায়ন করেন জামিল সাকি ও তাসনুভা খন্দকার। এসময় উপস্থিত ছিলেন টিম রাজবাড়ী ফাউন্ডেশনের উপদেষ্টা নাসিম সফি, রাজবাড়ী রিপাবলিক রেস্টুরেন্টের সিইও শাহানা নাসিম, টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সভাপতি জয়ন্ত কুমার দাস, টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ, সহসভাপতি কমল কান্তি সরকার, দপ্তর সম্পাদক আজাদ বিপ্লব, সমাজকল্যাণ সম্পাদক রবিউল রবি প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। পুরো বিষয়টি সমন্বয় ও পরিচালনা করেন টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহসান হাবীব।
জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার বড় লক্ষীকোল গ্রামের ফজলু শিকদার স্ট্রোকজনিত কারণে চলাফেরা করতে পারতেন না। তাকে একটি হুইল চেয়ার দেওয়া হয়েছে। শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী যুথি আক্তার হতদরিদ্র। তার বাবা নেই। মা কোনমতে সংসার চালান। স্কুল থেকে তার বাড়ির দূরত্ব অনেক। যেকারণে যতায়াতে খুবই সমস্যা। একারণে তাকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।