সদর হাসপাতাল ১৩ অনিয়ম ও সমস্যা চিহ্নিত করে আল্টিমেটাম শিক্ষার্থীদের
- প্রকাশের সময় : ০৮:৩৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- / ১০৬৪ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী সদর হাসপাতালের ১৩ অনিয়ম ও সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. এসএমএ হান্নানের সাথে দেখা করে তারা এ আল্টিমেটাম দেয়।
১৩টি অনিয়ম ও সমস্যার মধ্যে রয়েছে রোগীদের পরিবেশন করা খাবারের মান উন্নত করা, সময়মতো ডাক্তার উপস্থিত হওয়া, বরাদ্দকৃত ওষুধ রোগীদের না দেওয়া, দালাল চক্রকে হাসপাতাল থেকে বিরাতাড়িত করা, প্যাথলজি বিভাগে সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষা করা, বহিঃবিভাগে টিকিটের নির্ধারিত দাম রাখা, হাসপাতালের শৌচাগার পরিচ্ছন্ন রাখা, হাসপাতালের কর্তব্যরত নার্সগণ যাতে সেবার ব্রত নিয়ে কাজ করেন ইত্যাদি।
ছাত্রদের প্রতিনিধি মো. শান্ত জানান, তারা রাজবাড়ী সদর হাসপাতালের ১৩ অনিয়ম ও সমস্যা চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে সমাধানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছেন। এর মধ্যে সমাধান না হলে তারা আন্দোলনে নামবেন।
রাজবাড়ী সদর হাসপাতালে তত্ত¡াবধায়ক ডা. এসএমএ হান্নান জানান, ছাত্ররা যে ১৩ দাবি করেছে তা যৌক্তিক। এসব সমস্যা দ্রæতই সমাধান করা হবে।