রাজবাড়ীতে দুর্নীতিবিরোধী বিতর্ক ও নাটক
- প্রকাশের সময় : ০৮:৫০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
- / ১০৮১ জন সংবাদটি পড়েছেন
গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, নাটক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীতে। দুর্নীতি প্রতিরোধ কমিটি রাজবাড়ী জেলা শাখা ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উদ্যোগে মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চার দলের অংশগ্রহণে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ‘মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতির প্রধান কারণ’ বিষয়ে তারা রাজধরপুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিতর্ক শেষে প্রত্যাশা থিয়েটারের পরিবেশনায় অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী নাটক ‘বোধ’ ।
পরে আলোচনা ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। দুর্নীতি প্রতিরোধ কমিটি, রাজবাড়ী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপ পরিচালক রেজাউল করিম, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, দুর্নীতি প্রতিরোধ কমিটি, রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সিদ্দিকুর রহমান প্রমুখ।