Dhaka ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২০

 স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • / ১০৮১ জন সংবাদটি পড়েছেন

দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেছে। এতে বাসের ২০ জন যাত্রী আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী লোকাল বাসটি কল্যাণপুর অতিক্রম করার সময় সামনে থাকা ভ্যান ও অটোরিক্সাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় বাসের ২০ যাত্রী আহত হয়। বাসটিতে ৪০ জনের মত যাত্রী ছিল। বাকীরা অক্ষত আছে। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় আহত ২০ জনকে হাসপাতালে আনা হয়। গুরুতর আহত ছয়জনকে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

আহলাদিপুর হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি তাদের হেফাজতে রয়েছে। সেটির উদ্ধার কাজ চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২০

প্রকাশের সময় : ০৮:৪০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেছে। এতে বাসের ২০ জন যাত্রী আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী লোকাল বাসটি কল্যাণপুর অতিক্রম করার সময় সামনে থাকা ভ্যান ও অটোরিক্সাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় বাসের ২০ যাত্রী আহত হয়। বাসটিতে ৪০ জনের মত যাত্রী ছিল। বাকীরা অক্ষত আছে। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় আহত ২০ জনকে হাসপাতালে আনা হয়। গুরুতর আহত ছয়জনকে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

আহলাদিপুর হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি তাদের হেফাজতে রয়েছে। সেটির উদ্ধার কাজ চলছে।