Dhaka ০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ্যে সেলুন দোকান ভেঙে দিল দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৪৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • / ১০৩৬ জন সংবাদটি পড়েছেন

 

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় গৌরাঙ্গ শীল নামে এক ব্যক্তির সেলুন দোকান প্রকাশ্য দিবালোকে ভেঙে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতাউল শেখ ষড়যন্ত্র করে তার দোকানটি ভেঙেছে। এ অভিযোগ অস্বীকার করেছেন আতাউল শেখ। গৌরাঙ্গ শীল একই উপজেলার খানখানাপুর ইউনিয়নের খগেন্দ্র নাথ শীলের ছেলে। এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

গৌরাঙ্গ শীল জানান, তার বাবা খগেন্দ্র নাথ শীল ২০০৬ সালে কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীন দোকানটির পজেশন কেনেন। শর্ত মোতাবেক তারা নিয়মিত ভাড়া শোধ  করে আসছেন। অন্য শর্তগুলোও যথারীতি তপালণ করেছেন। তার দোকানটির পেছনে বিদ্যালয় কর্তৃপক্ষ একটি মার্কেট নির্মাণ করেছে। এরপর থেকে তাকে সেখান থেকে উচ্ছেদের পাঁয়তারা চলছে। গত কয়েক মাস ধরে তার কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছিল না। মার্কেটে দোকান নিতে চাইলেও দেওয়া হয়নি। উল্টো নানাভাবে দোকান ছেড়ে দিতে চাপ ও হুমকি ধমকি দেওয়া হয়। গত শুক্রবার সকালে তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছিলেন। এমন সময় খবর পান তার দোকান ভেঙে ফেলা হচ্ছে। স্ত্রীকে হাসপাতালে রেখে সেখানে গিয়ে দেখেন দোকানের চাল ও সামনের অংশ ভেঙে দোকানের ভেতরে যেসব চেয়ার টেবিলসহ মূল্যবান ্আসবাবপত্র ছিল তার সবই নিয়ে গেছে। তার আড়াই লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে রাজবাড়ী সদর থানাকে জানালে পুলিশ গিয়ে দেখে চলে যায়। পরে তিনি থানায় লিখিত অভিযোগ দেন।

তিনি আরও জানান, পাঁচ সদস্যের পরিবারটি এই দোকানের উপর নির্ভরশীল। দোকান ভেঙে দেওয়ার পর থেকে বেকার আছেন। তার সংসার চালাতে কষ্ট হচ্ছে। তিনি এর সুষ্ঠু সমাধান চান।

এ বিষয়ে অভিযুক্ত কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতাউল শেখ বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। ওই দোকানটি পরিত্যক্ত ছিল। কে বা কারা ভেঙেছে তা তিনি জানেন না। গৌরাঙ্গ শীলের সাথে তার কোনো বিরোধ  নেই। অপর এক প্রশ্নের জবাবে বলেন, যেহেতু দোকান ভাঙার বিষয়ে গৌরাঙ্গ শীল অভিযোগ দিয়েছে একারণে তিনি থানায় কোনো অভিযোগ দেননি।

রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রকাশ্যে সেলুন দোকান ভেঙে দিল দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ০৯:৪৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

 

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় গৌরাঙ্গ শীল নামে এক ব্যক্তির সেলুন দোকান প্রকাশ্য দিবালোকে ভেঙে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতাউল শেখ ষড়যন্ত্র করে তার দোকানটি ভেঙেছে। এ অভিযোগ অস্বীকার করেছেন আতাউল শেখ। গৌরাঙ্গ শীল একই উপজেলার খানখানাপুর ইউনিয়নের খগেন্দ্র নাথ শীলের ছেলে। এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

গৌরাঙ্গ শীল জানান, তার বাবা খগেন্দ্র নাথ শীল ২০০৬ সালে কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীন দোকানটির পজেশন কেনেন। শর্ত মোতাবেক তারা নিয়মিত ভাড়া শোধ  করে আসছেন। অন্য শর্তগুলোও যথারীতি তপালণ করেছেন। তার দোকানটির পেছনে বিদ্যালয় কর্তৃপক্ষ একটি মার্কেট নির্মাণ করেছে। এরপর থেকে তাকে সেখান থেকে উচ্ছেদের পাঁয়তারা চলছে। গত কয়েক মাস ধরে তার কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছিল না। মার্কেটে দোকান নিতে চাইলেও দেওয়া হয়নি। উল্টো নানাভাবে দোকান ছেড়ে দিতে চাপ ও হুমকি ধমকি দেওয়া হয়। গত শুক্রবার সকালে তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছিলেন। এমন সময় খবর পান তার দোকান ভেঙে ফেলা হচ্ছে। স্ত্রীকে হাসপাতালে রেখে সেখানে গিয়ে দেখেন দোকানের চাল ও সামনের অংশ ভেঙে দোকানের ভেতরে যেসব চেয়ার টেবিলসহ মূল্যবান ্আসবাবপত্র ছিল তার সবই নিয়ে গেছে। তার আড়াই লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে রাজবাড়ী সদর থানাকে জানালে পুলিশ গিয়ে দেখে চলে যায়। পরে তিনি থানায় লিখিত অভিযোগ দেন।

তিনি আরও জানান, পাঁচ সদস্যের পরিবারটি এই দোকানের উপর নির্ভরশীল। দোকান ভেঙে দেওয়ার পর থেকে বেকার আছেন। তার সংসার চালাতে কষ্ট হচ্ছে। তিনি এর সুষ্ঠু সমাধান চান।

এ বিষয়ে অভিযুক্ত কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতাউল শেখ বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। ওই দোকানটি পরিত্যক্ত ছিল। কে বা কারা ভেঙেছে তা তিনি জানেন না। গৌরাঙ্গ শীলের সাথে তার কোনো বিরোধ  নেই। অপর এক প্রশ্নের জবাবে বলেন, যেহেতু দোকান ভাঙার বিষয়ে গৌরাঙ্গ শীল অভিযোগ দিয়েছে একারণে তিনি থানায় কোনো অভিযোগ দেননি।

রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।