Dhaka ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

৫ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • / ১০৫১ জন সংবাদটি পড়েছেন

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা রাজবাড়ী সদর ও পাংশা উপজেলা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয় সূত্র জানায়, অননুমোদিত ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় সোমবার পাংশা উপজেলার স্টেশন রোড এলাকার মেসার্স ইউনিক মেডিকেল হলের মালিক জিল্লুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে রোববার সদর উপজেলার চন্দনী ও জৌকুরা বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ নানা অপরাধে শিশিরকণা স্টোর, মোল্লা ফার্মেসী ও সাকিব স্টোরকে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা এবং আফজাল স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় এসব জরিমানা করা হয়। একই সাথে দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫ ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের সময় : ০৬:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা রাজবাড়ী সদর ও পাংশা উপজেলা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয় সূত্র জানায়, অননুমোদিত ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় সোমবার পাংশা উপজেলার স্টেশন রোড এলাকার মেসার্স ইউনিক মেডিকেল হলের মালিক জিল্লুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে রোববার সদর উপজেলার চন্দনী ও জৌকুরা বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ নানা অপরাধে শিশিরকণা স্টোর, মোল্লা ফার্মেসী ও সাকিব স্টোরকে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা এবং আফজাল স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় এসব জরিমানা করা হয়। একই সাথে দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।