এসডিজি বাস্তবায়ন বিষয়ক সেমিনার
- প্রকাশের সময় : ০৬:৩৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / ১০৯৪ জন সংবাদটি পড়েছেন
কোভিড-১৯ পরবর্তী এসডিজি বাস্তবায়নে সরকারি, বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ভ‚মিকা শীর্ষক সেমিনার সোমবার সকালে রাজবাড়ীর বেসরকারি উন্নয়ন সংস্থা কেকেএস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেলিজ ইন বাংলাদেশ (এডাব) এর উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল হাসেম। অন্যদের মাঝে বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান, রাজবাড়ী ডা. আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন, এডাবের বরিশাল অঞ্চলের সমন্বয়কারী কেএম জাহাঙ্গীর আলম, উন্নয়নকর্মী মিজানুর রহমান, নাসির উদ্দিন, সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন প্রমুখ।
বক্তারা বলেন, ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, নারীর প্রতি বৈষম্য দূরীকরণ ও জলবায়ু পবিবর্তনে ঝুঁকি হ্রাস করে সমান অংশীদারিত্ব নিশ্চিত করার মাধ্যমে ২০১৫ সালে জাতিসংঘ এসডিজি প্রণয়ন করে। এসডিজি বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী দেশে উন্নীত হবে। এ লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।