সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৬:২৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ১১০১ জন সংবাদটি পড়েছেন
সাংবাদিক পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে নাজমুল হাসান মিন্টু নামে এক যুবককে বুধবার রাতে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মোহাম্মদ ভুইয়ার ছেলে।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান জানান, ওই যুবক সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছিল। এছাড়া চাকরি পাইয়ে দেওয়া, সালিশ বিচার ও কোন আসামি গ্রেপ্তার হলে তাকে ছাড়িয়ে আনার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে টাকা আদায় করতো। সর্বশেষ রাজবাড়ী শহরের একটি আবাসিক হোটেলে গিয়ে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করেছে। এ ঘটনায় হোটেলের ব্যবস্থাপক জগদীশ চন্দ্র দাশ বাদী হয়ে গত বুধবার রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন। পাশাপাশি সময় টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান একটি জিডি করেন। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শহরের আনছার ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থোেক সাংবাদিকের ভুয়া আইডি কার্ড, ভিজিটিং কার্ড এবং বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয় পত্র জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।