Dhaka ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
মোটরসাইকেল কিনে না দেওয়ায় ২ বার আত্মহত্যার চেষ্টা

 মোটরসাইকেলে বন্ধুকে নিয়ে প্রাণ হারালো রাজন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:২২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • / ১০৪৬ জন সংবাদটি পড়েছেন

 

বহুদিন ধরেই বাবা-মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরেছিল ১৫ বছর বয়সী কিশোর রাজন শেখ। কিন্তু বাবা-মা তাকে কিছুতেই মোটরসাইকেল কিনে দিতে চাননি। যে কারণে দুবার সে আত্মহত্যার চেষ্টা করে। ছেলের জীবন বাঁচাতে অবেশেষে তার আবদার পূরণ করেন বাবা-মা। তিন দিন আগে তাকে নতুন মোটরসাইকেল কিনে দেওয়া হয়। সেই মোটরসাইকেলে প্রাণ হারিয়েছে রাজন ও তার বন্ধু সোহাগ মিয়া। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া-আলীপুর আঞ্চলিক সড়কের আলীপুর ইউনিয়নের শান্তিনগর এলাকায়। নিহত রাজন রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের গোপীনাথদিয়া গ্রামের লাল মিয়ার ছেলে। আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল সে। অপর নিহত সোহাগ পাশর্^বর্তী আলীপুর ইউনিয়য়নের কামালদিয়া গ্রামের আব্দুর রবের ছেলে। সে শহরের একটি মোটর গ্যারেজে কাজ করতো।

নিহতের পরিবার, এলাকাবাসী ও রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, সকালে রাজন তার মোটরসাইকেলে করে বন্ধু সোহাগকে নিয়ে ঘুরতে বের হয়। দ্রæতগামী মোটরসাইকেলটি শান্তিনগর এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলেই দুজন মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহত রাজনের মামা আমিনুল ইসলাম জানান, তার দুলাভাই ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করেন। রাজন অনেক দিন ধরেই মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য আবদার করছিল। নানাভাবে তার বোন-দুলাভাইকে চাপ দিত। তিন দিন আগে তার বোন পরিবারের সবার সাথে কথা বলে ২ লাখ ৬৬ হাজার টাকা দিয়ে মোটরসাইকেলটি কিনে দেয়। এই মোটরসাইকেলই কাল হলো। একমাত্র ছেলেকে হারিয়ে তার বোন ও দুলাভাই পাগলপ্রায় হয়ে গেছে। শোকে বিহŸল হয়ে পড়েছেন তারা।

আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। রাজনের রোল ছিল ২০। ছাত্র হিসেবে খুব একটা খারাপ ছিলনা।

আলীপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কার ছিদ্দিক জানান, রাজনের পরিবার কিস্তিতে মোটরসাইকেলটি কিনে দিয়েছে বলে শুনেছেন। ছোট ছোট ছেলে মেয়ের আবদার মেটানোর আগে বিষয়টি নিয়ে ভাবা উচিৎ বলে মনে করেন তিনি।

রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান জানান, রাজন নামে ছেলেটি মোটরসাইকেল না কিনে দেওয়ায় দুবার আত্মহত্যার চেষ্টা করেছিল। সর্বশেষ গত সপ্তাহে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বাধ্য হয়ে তার বাবা-মা মোটরসাইকেল কিনে দেয়। কিশোর বয়সী ছেলেদের হাতে কোনোভাবেই মোটরসাইকেল তুলে দেওয়া উচিৎ নয়। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মোটরসাইকেল কিনে না দেওয়ায় ২ বার আত্মহত্যার চেষ্টা

 মোটরসাইকেলে বন্ধুকে নিয়ে প্রাণ হারালো রাজন

প্রকাশের সময় : ০৯:২২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

 

বহুদিন ধরেই বাবা-মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরেছিল ১৫ বছর বয়সী কিশোর রাজন শেখ। কিন্তু বাবা-মা তাকে কিছুতেই মোটরসাইকেল কিনে দিতে চাননি। যে কারণে দুবার সে আত্মহত্যার চেষ্টা করে। ছেলের জীবন বাঁচাতে অবেশেষে তার আবদার পূরণ করেন বাবা-মা। তিন দিন আগে তাকে নতুন মোটরসাইকেল কিনে দেওয়া হয়। সেই মোটরসাইকেলে প্রাণ হারিয়েছে রাজন ও তার বন্ধু সোহাগ মিয়া। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া-আলীপুর আঞ্চলিক সড়কের আলীপুর ইউনিয়নের শান্তিনগর এলাকায়। নিহত রাজন রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের গোপীনাথদিয়া গ্রামের লাল মিয়ার ছেলে। আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল সে। অপর নিহত সোহাগ পাশর্^বর্তী আলীপুর ইউনিয়য়নের কামালদিয়া গ্রামের আব্দুর রবের ছেলে। সে শহরের একটি মোটর গ্যারেজে কাজ করতো।

নিহতের পরিবার, এলাকাবাসী ও রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, সকালে রাজন তার মোটরসাইকেলে করে বন্ধু সোহাগকে নিয়ে ঘুরতে বের হয়। দ্রæতগামী মোটরসাইকেলটি শান্তিনগর এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলেই দুজন মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহত রাজনের মামা আমিনুল ইসলাম জানান, তার দুলাভাই ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করেন। রাজন অনেক দিন ধরেই মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য আবদার করছিল। নানাভাবে তার বোন-দুলাভাইকে চাপ দিত। তিন দিন আগে তার বোন পরিবারের সবার সাথে কথা বলে ২ লাখ ৬৬ হাজার টাকা দিয়ে মোটরসাইকেলটি কিনে দেয়। এই মোটরসাইকেলই কাল হলো। একমাত্র ছেলেকে হারিয়ে তার বোন ও দুলাভাই পাগলপ্রায় হয়ে গেছে। শোকে বিহŸল হয়ে পড়েছেন তারা।

আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। রাজনের রোল ছিল ২০। ছাত্র হিসেবে খুব একটা খারাপ ছিলনা।

আলীপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কার ছিদ্দিক জানান, রাজনের পরিবার কিস্তিতে মোটরসাইকেলটি কিনে দিয়েছে বলে শুনেছেন। ছোট ছোট ছেলে মেয়ের আবদার মেটানোর আগে বিষয়টি নিয়ে ভাবা উচিৎ বলে মনে করেন তিনি।

রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান জানান, রাজন নামে ছেলেটি মোটরসাইকেল না কিনে দেওয়ায় দুবার আত্মহত্যার চেষ্টা করেছিল। সর্বশেষ গত সপ্তাহে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বাধ্য হয়ে তার বাবা-মা মোটরসাইকেল কিনে দেয়। কিশোর বয়সী ছেলেদের হাতে কোনোভাবেই মোটরসাইকেল তুলে দেওয়া উচিৎ নয়। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।