Dhaka ০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
টীম রাজবাড়ী ফাউন্ডেশনের উদ্যোগ

রমজানের এক মাসের খাদ্য সামগ্রী পেল ৬৭ পরিবার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • / ১০৪৮ জন সংবাদটি পড়েছেন

পবিত্র মাহে রমজান আসন্ন। রমজান উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার ৬৭টি হতদরিদ্র পরিবার উপহার হিসেবে পেয়েছে এক মাসের খাদ্য সামগ্রী। টিম রাজবাড়ী ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ চত্ত¡র থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২৫ কেজি চাল, ২ লিটার তেল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ কেজি খেজুর, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ ও ১ কেজি মুড়ি।

রমজানের এমন উপহার পেয়ে খুশী রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের জগৎপুর গ্রামের বাসিন্দা খবির উদ্দিন। জানালেন, ভ্যান চালিয়ে তিনি জীবীকা নির্বাহ করেন। তার উপার্জনে অতি কষ্টে চলে সাত জনের সংসার। রমজান এলে ধর্মীয় বিধানমতে রোজা রাখেন। রোজা শেষে বাজার থেকে পেঁয়াজু, ছোলা কিনে ইফতার সারেন। পরিবারের সদস্যদের নিয়ে কখনও ইফতার করা হয়না। এবার যে উপহার সামগ্রী পেলেন তাতে পরিবারের সদস্যদের নিয়ে আনন্দের সাথে ইফতার করতে পারবেন। হয়তো এ খাদ্য সামগ্রী তাদের সংসারে এক মাস যাবেনা। তবুও তিনি খুশী।

খবির উদ্দিনের মত খুশীর কথা জানিয়েছেন রাজবাড়ী সদর উপজেলার দাদশী গ্রামের দুলাল মল্লিক, বিনোদপুর গ্রামের জিলান হোসেনও।

টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সভাপতি জয়ন্ত কুমার দাস ও সাধারণ সম্পাদক আহসান হাবীব জানান, তাদের সংগঠন মানুষ ও মানবতার জন্য কাজ করছে। গত রমজানেও তারা এমনভাবে মানুষকে সহযোগিতা করেছিলেন। এবারও করলেন। সহযোগিতার পর মানুষের মুখে যে হাসি তারা দেখতে পান এটাই তাদের পরম পাওয়া।

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ ইকরামুল হক, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির, সংগঠনের সহ সভাপতি কমল কান্তি সরকার, মুহাম্মদ সাইফুল্লাহ, কোষাধ্যক্ষ ইউনুস মুন্সী প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টীম রাজবাড়ী ফাউন্ডেশনের উদ্যোগ

রমজানের এক মাসের খাদ্য সামগ্রী পেল ৬৭ পরিবার

প্রকাশের সময় : ০৬:৪৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

পবিত্র মাহে রমজান আসন্ন। রমজান উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার ৬৭টি হতদরিদ্র পরিবার উপহার হিসেবে পেয়েছে এক মাসের খাদ্য সামগ্রী। টিম রাজবাড়ী ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ চত্ত¡র থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২৫ কেজি চাল, ২ লিটার তেল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ কেজি খেজুর, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ ও ১ কেজি মুড়ি।

রমজানের এমন উপহার পেয়ে খুশী রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের জগৎপুর গ্রামের বাসিন্দা খবির উদ্দিন। জানালেন, ভ্যান চালিয়ে তিনি জীবীকা নির্বাহ করেন। তার উপার্জনে অতি কষ্টে চলে সাত জনের সংসার। রমজান এলে ধর্মীয় বিধানমতে রোজা রাখেন। রোজা শেষে বাজার থেকে পেঁয়াজু, ছোলা কিনে ইফতার সারেন। পরিবারের সদস্যদের নিয়ে কখনও ইফতার করা হয়না। এবার যে উপহার সামগ্রী পেলেন তাতে পরিবারের সদস্যদের নিয়ে আনন্দের সাথে ইফতার করতে পারবেন। হয়তো এ খাদ্য সামগ্রী তাদের সংসারে এক মাস যাবেনা। তবুও তিনি খুশী।

খবির উদ্দিনের মত খুশীর কথা জানিয়েছেন রাজবাড়ী সদর উপজেলার দাদশী গ্রামের দুলাল মল্লিক, বিনোদপুর গ্রামের জিলান হোসেনও।

টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সভাপতি জয়ন্ত কুমার দাস ও সাধারণ সম্পাদক আহসান হাবীব জানান, তাদের সংগঠন মানুষ ও মানবতার জন্য কাজ করছে। গত রমজানেও তারা এমনভাবে মানুষকে সহযোগিতা করেছিলেন। এবারও করলেন। সহযোগিতার পর মানুষের মুখে যে হাসি তারা দেখতে পান এটাই তাদের পরম পাওয়া।

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ ইকরামুল হক, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির, সংগঠনের সহ সভাপতি কমল কান্তি সরকার, মুহাম্মদ সাইফুল্লাহ, কোষাধ্যক্ষ ইউনুস মুন্সী প্রমুখ।