Dhaka ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
কালুখালীতে দুর্বৃত্তদের হামলায় আহত বৃদ্ধ মারা গেছেন

সমবেদনা জানাতে ছুটে গেলেন কৃষকলীগ নেতা নুরে আলম সিদ্দিকী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
  • / ১০৫৩ জন সংবাদটি পড়েছেন

 রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়িবাড়ি গ্রামে দুর্বৃত্তদের হামলায় আহত বৃদ্ধ মঙ্গল চন্দ্র বিশ^াস ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা গেছেন। তার ছেলে কুমারেশ চন্দ্র বিশ^াস বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গল চন্দ্র বিশ^াস একই গ্রামের বাসিন্দা ছিলেন। শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ছুৃটে যান বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৮ ফেব্রæয়ারি রোববার দিবাগত রাত দেড়টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্তরা মঙ্গল চন্দ্র বিশ^াসের বাড়িতে হামলা চালায়। দুর্বৃত্তরা মঙ্গল বিশ^াসের ঘরের দরজা ভেঙ্গে তাকে টেনে হিচড়ে বাইরে নিয়ে রড, লাঠি দিয়ে বেধরক পেটায়। বাড়ির নারী-শিশুদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে গুলির বিস্ফোরণ ঘটিয়ে নির্বিঘেœ চলে যায়। ওই রাতেই আশঙ্কাজনক অবস্থায় মঙ্গল চন্দ্র বিশ^াসকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রোববার রাত ৮টার দিকে মারা যান তিনি। ওই দিনের ঘটনায় কুমারেশ চন্দ্র বিশ^াস বাদী হয়ে গত ২০ ফেব্রæয়ারি তারিখে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে কালুখালী থানায় মামলা করেন। মামলার আসামিরা হলো বিপুল প্রামানিক, মো. গফুর, রফিক মন্ডল, মুকিম মন্ডল, আকিদুল মন্ডল ও মো. আলী। এদের সবার বাড়ি একই গ্রামে।

নিহতের ছেলে কুমারেশ চন্দ্র বিশ^াসের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, খুবই সমস্যার মধ্যে আছেন। বাবাকে বাঁচাতে পারলেন না। তিনি নিজেও খুবই অসুস্থ হয়ে পড়েছেন। কথা বলতে পারছেন না। তার বাবার মরদেহ বাড়িতে সমাধি দেওয়া হবে। যাতে করে পরিবারের সবাই তার বাবাকে স্মরণ করতে পারে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালুখালী থানার এসআই মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ  ছয়জনকে গ্রেপ্তার করেছিল। যাদের দুইজন আদালত থেকে জামিন পেয়েছে। বাকী চারজন জেলে আছে। মঙ্গল চন্দ্র বিশ^াসের মৃত্যুর খবর তিনি পেয়েছেন জানিয়ে বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মামলাটি ৩০২ ধারায় ফর্ম করা হবে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে মৃত মঙ্গল চন্দ্র বিশ^াসের শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তাদের বাড়িতে ছুটে যান কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মঙ্গল বিশ^াসের ছেলেরা। এসময় নুরে আলম সিদ্দিকীও চোখের পানি ধরে রাখতে পারেনি। সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে দুর্বৃত্তদের হামলায় আহত বৃদ্ধ মারা গেছেন

সমবেদনা জানাতে ছুটে গেলেন কৃষকলীগ নেতা নুরে আলম সিদ্দিকী

প্রকাশের সময় : ০৬:৫৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

 রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়িবাড়ি গ্রামে দুর্বৃত্তদের হামলায় আহত বৃদ্ধ মঙ্গল চন্দ্র বিশ^াস ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা গেছেন। তার ছেলে কুমারেশ চন্দ্র বিশ^াস বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গল চন্দ্র বিশ^াস একই গ্রামের বাসিন্দা ছিলেন। শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ছুৃটে যান বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৮ ফেব্রæয়ারি রোববার দিবাগত রাত দেড়টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্তরা মঙ্গল চন্দ্র বিশ^াসের বাড়িতে হামলা চালায়। দুর্বৃত্তরা মঙ্গল বিশ^াসের ঘরের দরজা ভেঙ্গে তাকে টেনে হিচড়ে বাইরে নিয়ে রড, লাঠি দিয়ে বেধরক পেটায়। বাড়ির নারী-শিশুদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে গুলির বিস্ফোরণ ঘটিয়ে নির্বিঘেœ চলে যায়। ওই রাতেই আশঙ্কাজনক অবস্থায় মঙ্গল চন্দ্র বিশ^াসকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রোববার রাত ৮টার দিকে মারা যান তিনি। ওই দিনের ঘটনায় কুমারেশ চন্দ্র বিশ^াস বাদী হয়ে গত ২০ ফেব্রæয়ারি তারিখে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে কালুখালী থানায় মামলা করেন। মামলার আসামিরা হলো বিপুল প্রামানিক, মো. গফুর, রফিক মন্ডল, মুকিম মন্ডল, আকিদুল মন্ডল ও মো. আলী। এদের সবার বাড়ি একই গ্রামে।

নিহতের ছেলে কুমারেশ চন্দ্র বিশ^াসের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, খুবই সমস্যার মধ্যে আছেন। বাবাকে বাঁচাতে পারলেন না। তিনি নিজেও খুবই অসুস্থ হয়ে পড়েছেন। কথা বলতে পারছেন না। তার বাবার মরদেহ বাড়িতে সমাধি দেওয়া হবে। যাতে করে পরিবারের সবাই তার বাবাকে স্মরণ করতে পারে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালুখালী থানার এসআই মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ  ছয়জনকে গ্রেপ্তার করেছিল। যাদের দুইজন আদালত থেকে জামিন পেয়েছে। বাকী চারজন জেলে আছে। মঙ্গল চন্দ্র বিশ^াসের মৃত্যুর খবর তিনি পেয়েছেন জানিয়ে বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মামলাটি ৩০২ ধারায় ফর্ম করা হবে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে মৃত মঙ্গল চন্দ্র বিশ^াসের শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তাদের বাড়িতে ছুটে যান কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মঙ্গল বিশ^াসের ছেলেরা। এসময় নুরে আলম সিদ্দিকীও চোখের পানি ধরে রাখতে পারেনি। সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।