Dhaka ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
  • / ১০৪৩ জন সংবাদটি পড়েছেন

  সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারিয়েছে সৌরভ শেখ নামে এক এসএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে। মৃত সৌরভ পাংশা পৌর এলাকার সত্যজিৎপুর গ্রামের আফজাল শেখের ছেলে। পাংশা জর্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

স্থানীয় সূত্র জানায়, এসএসসি পরীক্ষা দিয়ে সৌরভসহ তার বন্ধুরা পাংশা উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। পরে তারা পুকুরের এপার থেকে অন্য পারে সাঁতার দিয়ে যাওয়ার পরিকল্পনা করে। সাঁতার কেটে সবাই অন্য পাড়ে পৌছালেও ব্যর্থ হয় সৌরভ। সৌরভকে না পেয়ে তার বন্ধুরা খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। দুপুর তিনটার দিকে পাংশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।

পাংশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মো. মহিদুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে খবর পেয়ে তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে পৌছান। স্থানীয় লোকজনের সহায়তায় বেড়জাল দিয়ে সৌরভকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফরিদপুরে ডুবুরি দলকে খবর দেন। তারা ডুবুরিদের অপেক্ষায় না থেকে দুপুর তিনটার দিকে দ্বিতীয় দফা বের জাল টেনে সৌরভের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। তিনি আরও জানান, সৌরভ তার বন্ধুদের সাথে সাঁতার কাটছিল। সবাই পাড়ে পৌছাতে পারলেও সৌরভ পারেনি। তার বন্ধুদের সাথে কথা বলে জেনেছেন, পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতরে যেতে পারলে এক হাজার টাকা পাবে- এমন চুক্তিতে সৌরভ তার বন্ধুদের সাথে মজা করার জন্য বাজি ধরেছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

প্রকাশের সময় : ০৬:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

  সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারিয়েছে সৌরভ শেখ নামে এক এসএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে। মৃত সৌরভ পাংশা পৌর এলাকার সত্যজিৎপুর গ্রামের আফজাল শেখের ছেলে। পাংশা জর্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

স্থানীয় সূত্র জানায়, এসএসসি পরীক্ষা দিয়ে সৌরভসহ তার বন্ধুরা পাংশা উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। পরে তারা পুকুরের এপার থেকে অন্য পারে সাঁতার দিয়ে যাওয়ার পরিকল্পনা করে। সাঁতার কেটে সবাই অন্য পাড়ে পৌছালেও ব্যর্থ হয় সৌরভ। সৌরভকে না পেয়ে তার বন্ধুরা খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। দুপুর তিনটার দিকে পাংশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।

পাংশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মো. মহিদুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে খবর পেয়ে তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে পৌছান। স্থানীয় লোকজনের সহায়তায় বেড়জাল দিয়ে সৌরভকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফরিদপুরে ডুবুরি দলকে খবর দেন। তারা ডুবুরিদের অপেক্ষায় না থেকে দুপুর তিনটার দিকে দ্বিতীয় দফা বের জাল টেনে সৌরভের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। তিনি আরও জানান, সৌরভ তার বন্ধুদের সাথে সাঁতার কাটছিল। সবাই পাড়ে পৌছাতে পারলেও সৌরভ পারেনি। তার বন্ধুদের সাথে কথা বলে জেনেছেন, পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতরে যেতে পারলে এক হাজার টাকা পাবে- এমন চুক্তিতে সৌরভ তার বন্ধুদের সাথে মজা করার জন্য বাজি ধরেছিল।