সরকারি আদর্শ মহিলা কলেজে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:৫৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
- / ১১৩৩ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার শুরু হয়েছে। কলেজ প্রাঙ্গনে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইকরামুল হক। এসময় উপাধ্যক্ষ অধ্যাপক আবু জিহাদ আনসারী, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আহসান হাবীব হাসু, ক্রীড়া কমিটির সদস্য আব্দুল্লাহ-হীল হাসান, শেখ আসাদুল ইসলাম, মুক্তি রাণী দাস, জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সুরজিৎ চক্রবর্তী।
উদ্বোধনী দিনে ক্যারাম একক, ক্যারম দ্বৈত, ব্যাডমিন্টন একক ও দ্বৈত, দীর্ঘ লম্ফ, লৌহ গোলক নিক্ষেপ, দাবা, লুডু, বাগাডুলি, একশ মিটার দৌড়, ভারসাম্য দৌড়, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, পিলোপাস, যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠিত হয়। এর আগে মনোমগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করেন কলেজের ছাত্রীরা।
Tag :