আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাংসদ জিল্লুল হাকিমকে শোকজ
- প্রকাশের সময় : ০৯:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
- / ১১১৯ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুল হাকিমকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রোববার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রাজবাড়ী-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য ও যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. শাহিনুর রহমান স্বাক্ষরিত সাংসদ জিল্লুল হাকিমকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপনি সংসদীয় আসন নং ২১০ (রাজবাড়ী-২) এর নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আপনার নির্দিষ্ট নির্বাচনী এলাকার বাইরে গিয়ে অপর নির্বাচনী এলাকা সংসদীয় ্আসন ২০৯ (রাজবাড়ী-১) এ অবস্থিত রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভায় আপনি ৯০% লোককে দিয়ে নৌকায় ভোট দিতে হবে ও নির্বাচনে ৯০% ভোটার ভোটকেন্দ্রে হাজির করতে হবে মর্মে বক্তব্য প্রদান করেছেন। নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ অনুযায়ী নির্বাচনের তিন সপ্তাহ আগে আপনি এ ধরনের বক্তব্য দেওয়ায় নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হচ্ছে। যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ১১(ক) ও ১২ বিধির পরিপন্থী। আপনার বক্তব্যে আপনি কী বোঝাতে চেয়েছেন বা আপনার ওই ধরনের বক্তব্য কেন নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন মর্মে গণ্য হবে না সে মর্মে আপনি নিজে উপস্থিত হয়ে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে আগামী ১৯ ডিসেম্বর বেলা ১২টার সময় কমিটির কার্যালয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম জানান, নির্বাচন অনুসন্ধান কমিটি আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ পেয়ে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিমকে শোকজ করেছেন।