মনোনয়ন ফিরে পেয়ে জাতির জনকের ম্যুরালে শ্রদ্ধা জানালেন কৃষকলীগ নেতা নুরে আলম সিদ্দিকী। কী বললেন তিনি?
- প্রকাশের সময় : ০২:৫৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
- / ১১১৩ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে যদি সন্ত্রাসের রাজত্ব কায়েম না করা হয়। যদি নির্বাচন সুষ্ঠু হয়। মানুষ যদি নির্ভয়ে ভোট প্রদান করতে পারে তাহলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা করেছেন স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক। তিনি বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।
মনোনয়ন ফিরে পেয়ে শুক্রবার দুপুর ১২টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি অভিযোগ করে, নির্বাচনের মাঠ থেকে দূরে সরিয়ে রাখতে একটি মহলের ইশারায় পরিকল্পিতভাবে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। নির্বাচন কমিশন তার মনোনয়ন ফিরিয়ে দিয়েছে। কে বা কারা করেছে তা সকলেরই জানা।
নুরে আলম সিদ্দিকী হক বলেন, আমি রাজবাড়ী-২ আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী। আমি প্রার্থীতা ফিরে না পেলে একটি মহলের সুবিধা হতো। হয়তো অতীতের মত বিনা প্রতিযোগিতায় এমপি হতো। মনোনয়ন বাতিল করে দিয়ে আমার জনপ্রিয়তায় ধস নামানোর চেষ্টা করা হয়েছিল। এখন সেটি হিতে বিপরীত হয়েছে।মনোনয়ন বাতিলের পর মানুষের কান্নার আওয়াজ শুনতে পেয়েছি।
তিনি বলেন, নির্বাচন কমিশন এবং প্রশাসনের প্রতি আমার বিশ^াস আছে- তারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন। যেহেতু প্রধানমন্ত্রী নিজে বলেছেন, স্বতন্ত্র প্রার্থী সমান সুযোগ নিয়ে নির্বাচন করবে।
তিনি নির্বাচন কর্মকর্তা এবং প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, অতীতের সকল ভ্রান্ত ধারণা থেকে সরে এসে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনারা মনে প্রাণে কাজ করবেন। কারো প্রলোভনে কারো ভয়ভীতিতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন না।
রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম। তিনি চার বারের এমপি। জিল্লুল হাকিম ছাড়াও জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, জাকের পার্টি এবং জাসদের প্রার্থী এ আসনে প্রতিদ্ব›িদ্বতা করছেন।