রাজবাড়ীতে সবজি মেলা
- প্রকাশের সময় : ০৯:১৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
- / ১১৭০ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীতে ব্যতিক্রমী সবজি মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী কালেক্টরেট স্কুলের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। এ উপলক্ষে এক আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোর্শেদা খাতুন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহাগ হোসেন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা, অভিভাবক শিরিন আকতার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শওকত হাসান প্রমুখ। আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেলায় প্রদর্শন করা হয় বিভিন্ন ধরনের সবজি। এর মধ্যে ছিল আলু, বেগুন, সীম, করল্লা, ঢেরস, মিষ্টি কুমড়া, লাউ, চিচিঙ্গা, ঝিঙে, পটল, কলমি শাক, লাল শাক, পেঁয়াজ, মরিচ, টমেটো, কাঁচাকলা, ধুন্দল, কলার মোচা ইত্যাদি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, আমাদের নতুন প্রজন্ম বিশেষ করে শিশুরা অনেক সবজির সাথেই পরিচিত নয়। বাংলাদেশের শাক-সবজি, তরি তরকারির সাথে পরিচয় করাতেই এ আয়োজন।