Dhaka ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে অবরোধে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • / ১১২৬ জন সংবাদটি পড়েছেন

বিএনপি-জামাতের ডাকা অবরোধ চলছে রাজবাড়ীতে। অবরোধে দূরপাল্লার বা বাস চলাচল বন্ধ ছিল। আভ্যন্তরীণ রুটে সকালে বন্ধ থাকলেও দুপুরের দিকে চলাচল করে। অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে। ট্রেন চলাচলও ছিল স্বাভাবিক।
এদিকে অবরোধ চলাকালে বিএনপির কোনো নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি। তাদের দলীয় কার্যালয়ও ছিল ফাঁকা। দলীয় কার্যালয়ের সামনে ছিল কড়া পুলিশ প্রহরা। পক্ষান্তরে আওয়ামী লীগ ছিল খুবই সরব। তারা অবরোধের বিরুদ্ধে রাজপথে মিছিল ও দলীয় কার্যালয়ে সমাবেশ করেছে। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ সমাবেশে বক্তৃতা করেন।
যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সড়ক, মহাসড়কে পুলিশ, বিজিবির টহল লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে অবরোধে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক

প্রকাশের সময় : ০৮:৫৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

বিএনপি-জামাতের ডাকা অবরোধ চলছে রাজবাড়ীতে। অবরোধে দূরপাল্লার বা বাস চলাচল বন্ধ ছিল। আভ্যন্তরীণ রুটে সকালে বন্ধ থাকলেও দুপুরের দিকে চলাচল করে। অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে। ট্রেন চলাচলও ছিল স্বাভাবিক।
এদিকে অবরোধ চলাকালে বিএনপির কোনো নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি। তাদের দলীয় কার্যালয়ও ছিল ফাঁকা। দলীয় কার্যালয়ের সামনে ছিল কড়া পুলিশ প্রহরা। পক্ষান্তরে আওয়ামী লীগ ছিল খুবই সরব। তারা অবরোধের বিরুদ্ধে রাজপথে মিছিল ও দলীয় কার্যালয়ে সমাবেশ করেছে। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ সমাবেশে বক্তৃতা করেন।
যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সড়ক, মহাসড়কে পুলিশ, বিজিবির টহল লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।