বহরপুর বাজারে প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেল চুরি
মোঃ ইমদাদুল হকরানা, বহরপুর
- প্রকাশের সময় : ০৭:১৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ১১২০ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার থেকে দিনের বেলায় মোটরসাইকেল চুরি সংঘটিত হয়েছে। সোমবার (২৯ মে) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজারের বিশুর মোড় এলাকার ফার্নিচারের দোকানের সামনে থেকে সকাল আনুমানিক ১০ টার দিকে ফার্নিচার ব্যবসায়ীর লাল কালো রংয়ের পালচার মোটর সাইকেল চুরি করে নিয়েছে চোরদল। ফার্নিচার ব্যবসায়ী মোঃ জিহাদ হোসেন একই ইউনিয়নের ডহর পাঁচুরিয়া গ্রামের আহমেদ আলীর ছেলে। ভুক্তভোগী জিহাদ জানায়, প্রতিদিনের ন্যায় সকালে বাড়ী থেকে এসে দোকানের সামনে আমার অনটেষ্টের লাল কালো রংয়ের পালচার মোটরসাইকেলটি রেখে কাজ করছিলাম। হঠাৎ বাইরে চোখ পরতেই দেখি আমার গাড়ীটি নেই। অনেক খোজাখোজির পরও কোন সন্ধান পাইনি। লোকজন আশেপাশে খোজাখুজি করছে। রিপোর্ট লেখা পর্যন্ত মোটরসাইকেলটির খোজ মেলেনি।
Tag :